ভাঙার গান কবিতার প্রশ্ন উত্তর (PDF) কাজী নজরুল ইসলাম
ভাঙার গান কবিতার প্রশ্ন উত্তর : স্বাধীনতা যােদ্ধাদের অন্যায়ভাবে কারাগারে বন্ধি করে রাখত ইংরেজ সরকার। তাদের ওপর অকথ্য অত্যাচার হতাে। ওই অত্যাচারী, শােষক, নিপীড়ক ইংরেজের সঙ্গে আপসে স্বরাজ প্রাপ্তিতে কবি নজরুল বিশ্বাসী ছিলেন না। এক্ষেত্রে সহিংস সংগ্রামের পক্ষপাতী ছিলেন তিনি। তাই জেলখানার লােহার কপাট ভেঙে ফেলার ডাক দেন তিনি। বন্দি স্বাধীনতাকামীদের মুক্তির জন্য সরাসরি বলপ্রয়ােগ … Read more