অভিষেক কবিতার প্রশ্ন উত্তর (PDF)
অভিষেক কবিতার প্রশ্ন উত্তর : মাইকেল মধুসূদন দত্ত (১৮২৪–১৮৭৩) জন্ম অধুনা বাংলাদেশের যশোহর জেলার সাগরদাঁড়ি গ্রামে। বাল্যবয়সেই কলকাতায় এসে হিন্দু কলেজে ভর্তি হন। সেখানে তার সহপাঠী ছিলেন ভূদেব মুখোপাধ্যায়, রাজনারায়ণ বসু, গৌরদাস বসাক প্রমুখ। গ্রিক, ল্যাটিন, সংস্কৃত ও ইংরেজি ভাষায় পাণ্ডিত্য অর্জন করেন। প্রথম জীবনে ইংরেজি ভাষায় দুটি প্রন্থ রচনা করলেও পরবর্তী পর্যায়ে কবি মধুসুদন … Read more