টিকিটের অ্যালবাম প্রশ্ন উত্তর (PDF) Class 8 WB

সুন্দর রামস্বামীর টিকিটের অ্যালবাম প্রশ্ন উত্তর : রাজাপ্পা আর নাগরাজন পরস্পরের সহপাঠী। দুজনেই দেশবিদেশের টিকিট জমায়। দুজনেরই টিকিটের অ্যালবাম আছে। কিন্তু নাগরাজনের অ্যালবামটা ঘিরে সকলেরই কৌতূহল আর তার চারপাশে সকলের ঘােরাঘুরি। নাগরাজনের এই জনপ্রিয়তায় রাজাপ্পা একটু দুঃখ পেল। অথচ, একসময় তার অ্যালবামটাই বিখ্যাত ছিল। আর তার জন্য সে কী না-করেছে! ভাের থেকে বিকেল সবসময় ঘুরে বেড়িয়েছে টিকিটের জন্য। এখন সে এসব কথা ভাবে আর কষ্ট পায়।

নাগরাজনের অ্যালবামটা তার কাকা পাঠিয়েছে সিঙ্গাপুর থেকে। তবে রাজাপ্পার অ্যালবামও ছিল আকর্ষণীয়। রাজস্ব বিভাগের এক অফিসারের ছেলে সেটা পঁচিশ টাকায় কিনতেও চেয়েছিল, কিন্তু রাজাপ্পা দেয়নি। রাজাপ্পার রাগ আরও বেড়ে যায়, নাগরাজনের অ্যালবামে লেখা তার কাকার একটি কথায়, যার অর্থ পৃথিবী যতদিন স্বাভাবিক, ততদিন অ্যালবামের ওপর নাগরাজনের অধিকার ওই কথাগুলিই অন্যান্য বন্ধু-সহপাঠীরা তাদের অ্যালবামে কিংবা বই-খাতায় টুকে নিচ্ছিল।

টিকিটের অ্যালবাম প্রশ্ন উত্তর

১. হাতে কলমে
১. সুন্দর রামস্বামী কোন ভাষার লেখক?
উত্তর : সুন্দর রামস্বামী তামিল ভাষার লেখক।

২. তিনি কোন্ ছদ্মনামে লিখতেন?
উত্তর : তিনি ‘পদুবিয়া’ ছদ্মনামে লিখতেন।

২. নীচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও :
১. টিকিটের অ্যালবাম’ গল্পের লেখক কে?
উত্তর : ‘টিকিটের অ্যালবাম’ গল্পের লেখক সুন্দর রামস্বামী।

২ মূল গল্পটি কোন ভাষায় রচিত?
উত্তর : মূল গল্পটি তামিল ভাষায় রচিত।

৩. গল্পটিতে মােট কটি চরিত্রের দেখা পাওয়া যায়?
উত্তর : গল্পটিতে মােট তেরােটি চরিত্রের দেখা পাওয়া যায়। (প্রধান চরিত্র হল রাজাপ্পা, নাগরাজন, আন্ধু ও কামাক্ষী। গৌণ চরিত্রের মধ্যে আছে পার্বতী, কৃয়ান, রাজস্ব বিভাগের কর্মচারীর ছেলে, নাগরাজনের বাবা, নাগরাজনের কাকা, রাজাপ্পার বাবা-মা, পিয়ােন আর আঙ্গুর ভাই )

৪. মেয়েদের পক্ষ থেকে কে নাগরাজনের থেকে অ্যালবামটি চেয়ে নিয়ে যেত?
উত্তর : মেয়েদের পক্ষ থেকে ডানপিটে পার্বতী নাগরাজনের থেকে অ্যালবামটি চেয়ে নিত।

৫. রাজাপ্পা কীভাবে তার অমূল্য ডাকটিকিটগুলি সংগ্রহ করত?
উত্তর : মৌমাছিরা যেমন মধুসংগ্রহ করে, রাজাপ্পা সেইভাবে ডাকটিকিট সংগ্রহ করত। সে ভােরবেলা বেরিয়ে পড়ত টিকিট সংগ্রাহকদের সঙ্গে দেখা করতে। একটি রাশিয়ান টিকিটের সঙ্গে বিনিময় করত দুটি পাকিস্তানি টিকিট। স্কুল থেকে বাড়ি ফিরে প্যান্টের পকেটে জলখাবার নিয়ে চোঁ সঁচা করে এক কাপ কফি খেয়ে সে আবার বেরিয়ে পড়ত। একটি কানাডার টিকিটের জন্য সে চার মাইল দূর পর্যন্তও যেত।

৬. নাগরাজনের অ্যালবামটি তাকে কে উপহার দিয়েছিলেন?
উত্তর : নাগরাজনের অ্যালবামটি তাকে তার কাকা উপহার দিয়েছিলেন।

৭. সেই অ্যালবামের প্রথম পাতায় কী লেখা ছিল?
উত্তর : অ্যালবামের প্রথম পাতায় লেখা ছিল : “এই অ্যালবামটি চুরি করতে চেষ্টা করছ যে নির্লজ্জ হতভাগা, তাকে বলছি. ওপরে আমার নামটা দেখেছ? এটা আমার অ্যালবাম। এটা আমার এবং যতদিন ঘাসের রং সবুজ আর পদ্মফুল লাল, সূর্য পূর্বে উঠবে আর পশ্চিমে অস্ত যাবে একমাত্র আমারই থাকবে।”

৩. নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও :
১. নাগরাজনের অ্যালবামের প্রতি সকলে আকৃষ্ট হয়ে পড়ল কেন?
উত্তর : নাগরাজনের অ্যালবামটা তার কাকা তাকে সিঙ্গাপুর থেকে পাঠিয়েছিলেন। টিকিট কম ছিল তাতে, তবু স্থানীয় দোকানে অমন অ্যালবাম পাওয়া যায় না। এ ছাড়া তাতে ইন্দোনেশীয় এক সুন্দরীর ছবিও আছে। যা রাজাপ্পার অ্যালবামে নেই। তাই তার অ্যালবামের প্রতি সকলে আকৃষ্ট হয়ে পড়ল।

২. ”কেটে পড় হিংসুটে পােকা!” —বক্তা কে? কাকে সে এমন কথা বলেছে? তুমি কি এই কথার মধ্যে কোনাে যুক্তি খুঁজে পাও?
উত্তর : সুন্দর রামস্বামীর লেখা ‘টিকিটের অ্যালবাম’ গল্প থেকে নেওয়া উক্তিটির বক্তা রাজাপ্পা ও নাগরাজনদের সহপাঠী কৃয়ান। ক্লাসের সবাই নাগরাজনের অ্যালবামের প্রতি আকৃষ্ট হলে রাজাপ্পা সবার ওপর রেগে যায়। তার রেগে যাওয়ার কারণে কৃষান, রাজাপ্পাকে এমন কথা বলেছে।

হ্যা, আমি এই কথার মধ্যে যুক্তি খুঁজে পাই । তা হল প্রথমত, সদ্য অ্যালবাম পাওয়ার ফলে নাগরাজনের জনপ্রিয়তা বেড়ে গিয়েছে। দ্বিতীয়ত, সেটি এসেছে সিঙ্গাপুরবাসী নাগরাজনের কাকার কাছ থেকে। তৃতীয়ত, তাতে ছবি ছিল অসাধারণ। যেমন, ইন্দোনেশিয়ার এক সুন্দরীর ছবি। চতুর্থত, নাগরাজনের অ্যালবামে লেখা ছিল বেশ কিছু সুন্দর কথাবার্তা, যা তার অন্যান্য সহপাঠীরা নিজেদের বই খাতায় লিখে নিচ্ছিল এবং তাই নিয়ে সে রেগে গিয়ে কয়েকটি কথাও বলেছিল। এই কথার জন্যই রাজাপ্পাকে তার সহপাঠী উক্ত কথাটি বলেছিল।

৩. ”এদের সঙ্গে তর্ক করে লাভ নেই।”—উপলদ্ধিটি কার? কী বিষয়ে তর্কের প্রসঙ্গ এসেছে? তর্ক করে লাভ নেই কেন?
উত্তর : তামিল সাহিত্যিক সুন্দর রামস্বামীর লেখা ‘টিকিটের অ্যালবাম’ গল্পের প্রশ্নোক্ত উপলব্ধিটি ক্লাসের অন্যতম ডাকটিকিট সংগ্রহকারী রাজাপ্পার। রাজাপ্পা ও নাগরাজনের অ্যালবামের মান নিয়ে তর্কের প্রসঙ্গ এসেছে।

নাগরাজনের অ্যালবামটা রাজাপ্পার অ্যালবামের তুলনায় ভালাে এবং সেইটিকে ঘিরেই সবাই থাকে। তার ওপর সেটি সিঙ্গাপুর থেকে তার কাকা তাকে পাঠিয়েছে। অন্যান্যরা রাজাপ্পার অ্যালবামকে বাজে বলেছে। কৃয়ানও বলেছে, সেটি ডাস্টবিনে রাখার যােগ্য। অথচ ছাত্রদের কেউ বুঝতে চায় না সে, তার অ্যালবামটি যথেষ্ট বড়াে এবং তাতে বহু দুমূল্য টিকিট আছে। আর এ ব্যাপারটিকেই সে প্রতিষ্ঠা দিতে চায়। কিন্তু এতসব করেও কোনাে লাভ হয় না। এমত অবস্থায় অন্যদের কাছে অ্যালবামের শ্রেষ্ঠত্ব নিরূপণ করাকে রাজাপ্পার মনে হয়েছে অর্থহীন। তাই সে ভেবেছে, তর্ক করে লাভ নেই।

৪. নীচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখাে :
১. ‘হঠাৎ যেন ওর জনপ্রিয়তা কমে গেছে’ -কার এমন মনে হয়েছে? এই জনপ্রিয়তা হঠাৎ কমে যাওয়ার কারণ কী?
উত্তর : প্রখ্যাত তামিল সাহিত্যিক সুন্দর রামস্বামীর লেখা ‘টিকিটের অ্যালবাম’ গল্পের উক্ত কথাটি ডাকটিকিট সংগ্রাহক ছাত্র রাজাপ্পার এমন মনে হয়েছে।

এই জনপ্রিয়তা হঠাৎ কমে যাওয়ার কারণ হল— নাগরাজনের অ্যালবামটা রাজাপ্পার অ্যালবামের চেয়ে বেশি আকর্ষণীয়। তার ওপর সেটা তার কাকা সিঙ্গাপুর থেকে পাঠিয়েছে। তা ছাড়া, স্থানীয় কোনাে দোকানে অমন অ্যালবাম পাওয়া যায় না। আর তাতে ছবিগুলিও ছিল ভালাে, যেমন ইন্দোনেশিয়ার এক সুন্দরীর ছবিটি ছিল খুবই সুন্দর। তাতে ডাকটিকিট কম থাকলেও নাগরাজন নিজের সুন্দর ব্যবহারে সবাইকে আকৃষ্ট করে তুলেছিল।

এমনকি সে নিজেই পাতা উলটে আনন্দিত চিত্তে সবাইকে অ্যালবামটি দেখাত। সর্বোপরি, তার অ্যালবামে নতুনত্ব ছিল বলে সকলেই কৌতূহলী হয়ে তাকে ঘিরে থাকত। একারণেই রাজাপ্পার জনপ্রিয়তা কমে যায়।

২. কেউ রাজাপ্পার অ্যালবামের কথা উল্লেখও করত না, বা তাকে পাত্তাও দিত না। সকলের এমন আচরণের কারণ গল্প অনুসরণে আলােচনা করাে।
উত্তর : সকলের এমন আচরণের কারণ একটি ই- নাগরাজনের অ্যালবামটি ছিল রাজাপ্পার অ্যালবামের চেয়ে আকর্ষণীয়। আর সেটা নিয়ে সহপাঠী বন্ধুরা সবসময় কৌতূহলী হয়ে তাকে ঘিরে থাকত। উদ্দেশ্য ছিল, নাগরাজনের অ্যালবামটা দেখা। স্কুলের ঘণ্টা পড়ার আগে, দুপুরের ঘণ্টা পড়ার পরে সব সময় সুযােগ পেলেই সকলে তার অ্যালবাম নিয়ে ভিড় জমাত। যদিও নাগরাজন তা কাউকে হাতে দিত না। সন্ধেবেলা পর্যন্ত নাগরাজনের বাড়ি সকলে ধাওয়া করত।

এতকিছুর পরেও নাগরাজন কোনাে বিরক্তি প্রকাশ করত না। এমনকি কখনও ধৈর্যচ্যুত হত । ফলে সবাই প্রাণভরে, আশ মিটিয়ে অ্যালবাম দেখতে পারত। অন্যদিকে, রাজাপ্পা ছিল কটুভাষী ও আচরণে রূঢ়। তা ছাড়া নাগরাজনের অ্যালবামটি ছিল বিদেশি। তাতে টিকিট কম থাকলেও অ্যালবামটি খুবই আকর্ষণীয় ছিল। এসব কারণে কেউ রাজাপ্পার অ্যালবামের কথা তুলত না, বা তাকে পাত্তা দিত না। তার

৩. স্কুলের ছেলেমেয়েদের নাগরাজন কীভাবে নিজের অ্যালবামটি দেখতে দিত?
উত্তর : নাগরাজন স্কুলের ছেলেমেয়েদের অ্যালবামটা দেখতে দিত খুব সাবধানে। সে একটা শর্ত দিয়েছিল যে, অ্যালবামটা কেউ ধরবে না। এজন্য সে সেটা নিজের কোলে রেখে পাতা ওলটাত আর প্রাণভরে সকলে দেখত। মেয়েদের মধ্যে ডানপিটে পার্বতী যখন অ্যালবাম চেয়েছিল, সে তখন তাতে একটি মলাট লাগিয়ে দিয়েছিল।

৪. ডাকটিকিট সংগ্রহ করার ক্ষেত্রে রাজাপ্পার তীব্র আকর্ষণের যে পরিচয় গল্পে রয়েছে তা আলােচনা করাে।
উত্তর : রাজাপ্পার ডাকটিকিট সংগ্রহের ঘটনা বিশেষভাবে উল্লেখ্য। সাধারণত সে শনি ও রবিবার ছােটাছুটি করত ডাকটিকিটের জন্য। কোথায়, কার কাছে, কোন্ শের টিকিট, কখন পাওয়া যাবে—সব তার জানা ছিল। মৌমাছি যেমন মধু সংগ্রহ করে মৌচাক তৈরি করে, তেমনই সে ডাকটিকিট সংগ্রহ করে একটু একটু করে সুন্দর করে তুলেছিল তার অ্যালবাম। এজন্য সে ভােরবেলা, বিকেলবেলা সব সময়ই ছুটত।

বিনিময় করত একটি রাশিয়ার টিকিটের সঙ্গে দুটো পাকিস্তানি টিকিট, কিংবা ছুটে যেত চার মাইল দূরে একটা ছেলের কাছে, কানাডার টিকিট পাবে বলে। এমনকি ডাকটিকিটের জন্য সে বিকেলবেলা পড়ত। এমনই ছিল তার টিকিট সংগ্রহ করার তীব্র আকর্ষণ।

৫. ‘চোরাদৃষ্টিতে অ্যালবামটা দেখত’- সেই চোরাদৃষ্টিতে দেখা অ্যালবামটির কোন্ বিশেষত্বের কথা গল্পে রয়েছে?
উত্তর : তামিল ভাষার প্রখ্যাত গল্পকার সুন্দর রামস্বামীর লেখা ‘টিকিটের অ্যালবাম’ গল্প থেকে নেওয়া আলােচ্য অংশে রাজাপ্পার তির্যক ঈষাকাতর দৃষ্টির কথা বলা হয়েছে। নাগরাজনের কাকা সিঙ্গাপুর থেকে এটি পাঠিয়েছিল। স্কুলের ছেলেমেয়েরা সেই অ্যালবাম নিয়েই মেতে থাকত।

ফলে রাজাপ্পার এতদিনের জনপ্রিয়তায় ভাটা পড়ে সহসা নাগরাজনের কদর বেড়ে যায়। ছেলেমেয়েরা রাজাপ্পার অ্যালবাম নিয়ে মাথা ঘামায় না। সবাই নাগরাজনের অ্যালবাম নিয়েই উৎসাহ দেখায়। তাতেই রাজাপ্পা আরও বেশি রেগে যায়। কিন্তু সেই রাগ কপট আসলে মনে প্রবল ঈর্ষা নিয়ে রাজাপ্পা চোরাদৃষ্টিতে তাকিয়ে দেখত যে, নাগরাজনের অ্যালবামটি সত্যিই অপরূপ সুন্দর। তার তুলনা হয় না।

স্থানীয় কোনাে দোকানেই এমন অতুলনীয় অ্যালবাম পাওয়া যায় না। রাজাপ্পার দৃষ্টি তীক্ষ ও অভিজ্ঞ বলে সে বুঝতে পারে, এমন অ্যালবামের ওপর সবার আকর্ষণ তাে থাকবেই। আর এভাবেই রাজাপ্পার চোরাদৃষ্টিতে নাগরাজনের অ্যালবামের বিশেষত্ব ধরা পড়েছিল।

৬. নাগরাজনের প্রতি রাজাপ্পা কীভাবে ক্রমশ ঈর্ষান্বিত হয়ে পড়েছিল?
উত্তর : রাজাপ্পা যখন দেখল, গত তিনদিন ধরে তার সহপাঠী বন্ধুরা নাগরাজনের চারপাশে ভিড় জমাচ্ছে, তখন সে তাদের বােঝাল যে, নাগরাজন দাম্ভিক। কিন্তু তার কথায় কেউ কান দিল না। এমতাবস্থায় রাজাপ্পা বুঝল যে, তার আর জনপ্রিয়তা নেই। পরিবর্তে নাগরাজনের অ্যালবামকে ঘিরে বন্ধুদের অধীর আগ্রহ। কারণ সেটি বিদেশ থেকে পাঠানাে। কোনাে স্থানীয় দোকানেই এমন অতুলনীয় অ্যালবামটি পাওয়া যায় না।

তবে ঈর্ষার চূড়ান্ত প্রকাশ ঘটল, নাগরাজনের অ্যালবামে তার কাকার একটি লেখাকে ঘিরে। সহপাঠীরা সেই লেখাটি নিজের বই-খাতায় লিখে নিল। তখন সে তাদের বন্ধুদের নকলনবিশ বলে ঠাট্টা করেছিল। তাতেও তার বন্ধুরা তাকে পাত্তা না দিয়ে, উলটে তাকে হিংসুটে বললে, রাজাপ্পার মনে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়। নাগরাজনের অ্যালবামের জনপ্রিয়তা সে মেনে নিতে না-পারায় ক্রমেই নাগরাজনের প্রতি ঈর্ষান্বিত হয়ে পড়েছিল।

৭. সন্ধ্যাবেলা রাজাপ্পা নাগরাজনের বাড়ি গেল। কোন্ উদ্দেশ্য নিয়ে রাজাপ্পা নাগরাজনের বাড়িতে গিয়েছিল? এর মধ্যে দিয়ে তার চরিত্রের কোন দিকটি ধরা পড়ে?
উত্তর : সুন্দর রামস্বামীর লেখা ‘টিকিটের অ্যালবাম’ গল্পের রাজাপ্পা ক্লাসের বন্ধু বান্ধবদের কাছে অবহেলিত ও উপেক্ষিত হওয়ায় মনে মনে প্রচণ্ড ক্ষুদ্ধ হয়। তার সমস্ত রাগ গিয়ে পড়ে নাগরাজনের ওপর। আর এর প্রতিশােধ নিতে এবং এতদিনের উপেক্ষা, অবহেলা আর অসম্মানের যথাযােগ্য প্রত্যুত্তর দিতে নাগরাজনের সঙ্গে বােঝাপড়া করতে সে তার বাড়িতে যায়। কিন্তু ঘটনাক্রমে নাগরাজন বাড়িতে না-থাকায় রাজাপ্পা তার অ্যালবামটি চুরি করে আনে।

ক্রুদ্ধ রাজাপ্পার নাগরাজনের বাড়ি যাওয়ার মাধ্যমে আমরা তার চরিত্রের বেশ কিছু বৈশিষ্ট্যের পরিচয় পাই— (১) রাজাপ্পা মানসিকতার দিক দিয়ে হিংসুটে ও ঈর্ষান্বিত। (২) অন্যের খ্যাতিকে সে ভালাে চোখে দেখে না। (৩) রাজাপ্পার মধ্যে একটি কর্তৃত্ব করার মানসিকতা আছে, যা শিশুসুলভ আচরণের মধ্যে পড়ে না। (৪) রাজপ্পার মধ্যে সহনশীলতার বড়াে অভাব। (৫) বন্ধুত্বসুলভ আচরণ তার মধ্যে কমই দেখা যায়। বরং, সে জেদি, অহমিকাবােধ সম্পন্ন ও উন্নাসিক। আর এর মধ্য দিয়ে রাজাপ্পার চরিত্রের হীনম্মন্যতা, কুরতা, পরশ্রীকাতরতা, ঈর্ষাপরায়ণতা ইত্যাদি দিকগুলি ধরা পড়ে।

Answer Sheet


আরো দেখো: ৮ম শ্রেণীর বাংলা সকল গল্প-কবিতার প্রশ্নোত্তর


অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা, তোমাদের বাংলা বোর্ড বই থেকে টিকিটের অ্যালবাম প্রশ্ন উত্তর class 8 উপরে আলোচনা করা হয়েছে। তোমরা চাইলে পিডিএফে এই সম্পূর্ণ নোটটি ডাউনলোড করে নিতে পারো। এর জন্য ওপরে দেওয়া Answer Sheet বাটনে ক্লিক করো। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।

Leave a Comment