নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান সপ্তম অধ্যায় প্রশ্ন উত্তর (PDF)

নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান সপ্তম অধ্যায় প্রশ্ন উত্তর : কোন বস্তু বক্রপথে চললেও যদি বস্তুটি সবসময় সমান সময়ের ব্যবধানে সমান দূরত্ব অতিক্রম করে তাহলে বস্তুটির দ্রুতিকে সমদ্রুতি বলা হয়। কিন্তু বক্রপথে চলার জন্য সব সময় বস্তুটির দিকের পরিবর্তন হয়। তাই বস্তুটিকে সমবেগ সম্পন্ন বলা যায় না।

কারণ বেগের একটি নির্দিষ্ট দিক থাকে। কোন মটরগাড়ি যদি আঁকাবাঁকা পথেও প্রতি ঘন্টায় 60 কিমি বেগে পথ চলে তাহলে গাড়িটির গতি সমদ্রুতিসম্পন্ন হলেও গাড়িটি সমবেগসম্পন্ন নয়। তাই সমদ্রুতিসম্পন্ন কোন বস্তু সমবেগসম্পন্ন নাও হতে পারে।

নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান সপ্তম অধ্যায় প্রশ্ন উত্তর

সঠিক উত্তরটি নির্বাচন করো

১. এক ব্যক্তি দুটি সমান্তরাল পাহাড়ের মাঝখানে দাঁড়িয়ে গুলি ছুড়ল সে 1.5 s এবং 2.5 s পর যথাক্রমে প্রথম ও দ্বিতীয় প্রতিধ্বনি শুনতে পেল বায়ুতে শব্দের বেগ 340 m/s হলে পাহাড় দুটির মধ্যে দূরত্ব হল-
ক. 340 m
খ. 680 m
গ. 510 m
ঘ. 850 m

২. কোনো সুরশলাকার গায়ে লেখা আছে 540 Hz এর থেকে জানা যায়-
ক. সুরশলাকাটির কম্পাঙ্কের মান 1/540
খ. সুরশলাকাটির কম্পাঙ্কের মান 540
গ. সুরশলাকাটির বাহুর কম্পনের পর্যায়কাল 540 s
ঘ. সুরশলাকাটির বাহুর বিস্তারের মান 540

৩. বায়ুতে শব্দের গতিবেগ 340 m/s হলে একমাত্রিক শব্দের প্রতিধ্বনি শোনার জন্য ন্যূনতম দূরত্ব হল-
ক. 34 m
খ. 68 m
গ. 3.4 m
ঘ. 51 m

৪. পর্যায়কাল 0.2 s হলে কম্পাঙ্ক হবে-
ক. 4 Hz
খ. 5 Hz
গ. 10 Hz
ঘ. 20 Hz

৫. শব্দতরঙ্গ সংগ্রহ এবং কেন্দ্রীভূত করা যার কাজ-
ক. কর্ণছত্র
খ. শ্ববণনালী
গ. কানের পর্দা
ঘ. টিমপ্যানিক গহর

৬. টানটান করা তারে তির্যক কম্পনের সময় তারের স্থির বিন্দ হল-
ক. তারের মধ্যবিন্দু
খ. তারের দুটি প্রান্তবিন্দু
গ. মধ্যবিন্দু ও প্রান্তবিন্দুর মাঝের বিন্দুটি
ঘ. কোনো বিন্দুই স্থির নয়

৭. সুরযুক্ত শব্দের বৈশিষ্ট্য হল-
ক. শুধুমাত্র প্রাবল্য
খ. শুধুমাত্র তীক্ষ্ণতা
গ. শুধুমাত্র গুণ বা জাতি
ঘ. সবকটি

৮. 500 Hz, 900 Hz, 550 Hz, 750 Hz, 300 Hz , 600 Hz এইসব কম্পাঙ্কের মধ্যে প্রথম সমমেলটি হল-
ক. 300 Hz
খ. 500 Hz
গ. 600 Hz
ঘ. 900 Hz

৯. শব্দ হল –
ক. অনুদৈর্ঘ্য স্থিতিস্থাপক তরঙ্গ
খ. তির্যক স্থিতিস্থাপক তরঙ্গ
গ. তড়িৎচুম্বকীয় তরঙ্গ
ঘ. কোনোটিই নয়

১০. ভূমিকম্প উৎপন্ন করে-
ক. শ্রবণযোগ্য শব্দ
খ. শব্দোত্তর শব্দ
গ. শব্দেতর শব্দ
ঘ. কোনোটিই নয়

১১. মানুষ 1s সময়ে যতগুলি পদাংশ সর্বাধিক উচ্চারণ করতে পারে তা হল-
ক. 4
খ. 5
গ. 6
ঘ. 10

১২. যে তরঙ্গটি জড় মাধ্যম ছাড়া অগ্রসর হতে পারে না সেটি হল-
ক. অনুদৈর্ঘ্য তরঙ্গ
খ. তির্যক তরঙ্গ
গ. আলোকতরঙ্গ
ঘ. বেতার তরঙ্গ

১৩. ‘মা’ শব্দটির প্রতিধ্বনি শোনার নূ্যনতম দূরত্ব x মিটার হলে বাবা শব্দটির প্রতিধ্বনি শোনার ন্যূনতম দূরত্ব হবে (মিটার এককে)-
ক. 2x
খ. x
গ. x/2
ঘ. 4x

১৪. যে রাশিটি অনুভূতিমূলক নয় সেটি হল-
ক. প্রাবল্য
খ. তীব্রতা
গ. তীক্ষ্ণতা
ঘ. জাতি

১৫. শব্দদূষণের ফলে মানুষ-
ক. অন্ধ হতে পারে
খ. বধির হতে পারে
গ. পঙ্গু হতে পারে
ঘ. পেটের রোগে আক্রান্ত হতে পারে

১৬. কর্ণকুহরের দৈর্ঘ্য প্রায়-
ক. 3 mm
খ. 1 cm
গ. 3 cm
ঘ. 8 cm

১৭. যে তরঙ্গটি জড় মাধ্যম ছাড়া অগ্রসর হতে পারে না সেটি হল-
ক. অনুদৈর্ঘ্য তরঙ্গ
খ. তির্যক তরঙ্গ
গ. আলোকতরঙ্গ
ঘ. বেতার তরঙ্গ

১৮. প্রাবল্য নির্ভর করে-
ক. শব্দের বেগের ওপর
খ. শব্দের কম্পাঙ্কের ওপর
গ. স্বনকের আকারের ওপর
ঘ. উপসুরের ওপর

১৯. শব্দ নিবন্ধের সময়কাল হল-
ক. 0.05 s
খ. 0.1 s
গ. 0.2 s
ঘ. 1s

২০. শ্রুতিমধুর শব্দের জন্য অবশ্যই যেটি প্রয়োজন সেটি হল-
ক. বেশি সংখ্যক সমমেলের উপস্থিতি
খ. বেশি সংখ্যক উপসুরের উপস্থিতি
গ. নানারকমের কম্পাঙ্কের উপস্থিতি
ঘ. নানারকমের বাদ্যযন্ত্রের উপস্থিতি

অতি সংক্ষিপ্ত প্রশ্ন

১. শব্দ শোনা ছাড়াও কানের অন্য কাজটি কী? (এক কথায় উত্তর দাও)
উত্তর : শব্দ শোনা ছাড়াও দেহের ভারসাম্য রক্ষা করা হল কানের কাজ।

২. লোহা, জল ও বায়ুর মধ্যে কোনটিতে শব্দের বেগ সবচেয়ে কম? (এক কথায় উত্তর দাও)
উত্তর : লোহা, জল ও বায়ুর মধ্যে বায়ুতে শব্দের বেগ সবচেয়ে কম।

৩. কানের গঠনের ভাগগুলি কী কী? (এক কথায় উত্তর দাও)
উত্তর : কানের গঠনের ভাগগুলি হল—বহিঃকর্ণ, মধ্যকর্ণ ও অন্তঃকর্ণ।

৪. শব্দতরঙ্গ বায়ুমাধ্যমে তরঙ্গপাদ ও তরঙ্গশীর্ষ সৃষ্টি করে। (সত্য/মিথ্যা নির্বাচন করো)
উত্তর : মিথ্যা

৫. SONAR-এর সাহায্যে ______ শব্দের প্রয়োগে সমুদ্রের গভীরতা নির্ণয় করা যায়। (শূন্যস্থান পূরন করো)
উত্তর : শ্রবণোত্তর বা শব্দোত্তর

৬. একটি দোলক যখন দুলতে থাকে তখন দোলকের কম্পাঙ্ক 20 Hz -এর কম হয়। এর ফলে কী ধরনের শব্দ উৎপন্ন হয়? (এক কথায় উত্তর দাও)
উত্তর : এর ফলে উৎপন্ন শব্দ হল শব্দেতর শব্দ।

৭. সুরযুক্ত শব্দের কোন্ বৈশিষ্ট্যটি শব্দের তীব্রতার ওপর নির্ভরশীল? (এক কথায় উত্তর দাও)
উত্তর : সুরযুক্ত শব্দের প্রাবল্য (loudness) শব্দের তীব্রতা (intensity)-র ওপর নির্ভরশীল।

৮. বেল বা ডেসিবেল কোন রাশির একক? (এক কথায় উত্তর দাও)
উত্তর : শব্দের তীব্রতা লেভেলের পার্থক্যের একক হল বেল বা ডেসিবেল।

৯. মধ্যকর্ণের ______বাতাসের চাপ বজায় রাখে। (শূন্যস্থান পূরন করো)
উত্তর : ইউস্টেচিয়ান নালী

১০. কোনো গতিশীল বস্তুর ম্যাক সংখ্যা 1-এর বেশি হলে বস্তুটির বেগকে ______ বেগ বলে। (শূন্যস্থান পূরন করো)
উত্তর : সুপারসনিক

১১. জড় মাধ্যম ছাড়া শব্দ বিস্তার লাভ করতে পারে না কেন? (এক কথায় উত্তর দাও)
উত্তর : শব্দতরঙ্গ হল স্থিতিস্থাপক তরঙ্গ স্থিতিস্থাপক তরঙ্গের বিস্তার লাভের জন্য জড় মাধ্যমের প্রয়োজন। তাই জড় মাধ্যম ছাড়া শব্দ বিস্তার লাভ করতে পারে না।

১২. অনুদৈর্ঘ্য তরঙ্গ কি কঠিন, তরল ও গ্যাসীয় মাধ্যমের মধ্যে দিয়ে বিস্তার লাভ করতে পারে? (এক কথায় উত্তর দাও)
উত্তর : হ্যা, অনুদৈর্ঘ্য তরঙ্গ কঠিন, তরল ও গ্যাসীয় মাধ্যমের মধ্যে দিয়ে বিস্তার লাভ করতে পারে।

১৩. সরলরৈখিক দোলগতিসম্পন্ন কোনো কণা একই পথে পর্যায়ক্রমে ______করে। (শূন্যস্থান পূরন করো)
উত্তর : যাওয়া-আসা

১৪. শব্দের তীব্রতা লেভেলের পার্থক্যের একক হল______ (শূন্যস্থান পূরন করো)
উত্তর : বেল

১৫. শব্দতরঙ্গ বায়ুমাধ্যমে তরঙ্গপাদ ও তরঙ্গশীর্ষ সৃষ্টি করে। (সত্য/মিথ্যা নির্বাচন করো)
উত্তর : মিথ্যা

১৬. মাধ্যমের কণাগুলির গতির সমান্তরালে ______তরঙ্গ অগ্রসর হয়। (শূন্যস্থান পূরন করো)
উত্তর : অনুদৈর্ঘ্য
১৭. শূন্য লেভেল তীব্রতার মান 10−12W/m2 (সত্য/মিথ্যা নির্বাচন করো)
উত্তর : সত্য

১৮. কঠিন মাধ্যম______ পরিবর্তনকে প্রতিরোধ করতে পারে, তাই শুধুমাত্র কঠিন মাধ্যমে তির্যক তরঙ্গ সঞ্চালিত হয়। (শূন্যস্থান পূরন করো)
উত্তর : আকার

১৯. অডিটরি নার্ভ শব্দকে মস্তিষ্কের কোন্ অংশে প্রেরণ করে? (এক কথায় উত্তর দাও)
উত্তর : অডিটরি নার্ভ শব্দকে গুরুমস্তিষ্কে প্রেরণ করে।

২০. মানুষের স্বরযন্ত্র থেকে উৎপন্ন শব্দ কীভাবে পরিবর্তন হয়? (এক কথায় উত্তর দাও)
উত্তর : মানুষের স্বরতন্ত্রীদ্বয়ের টানের পরিবর্তন হলে বা নিশ্বাস বায়ুপ্রবাহের হ্রাসবৃদ্ধি হলে উৎপন্ন শব্দ বিভিন্ন রকম হয়।

সংক্ষিপ্ত প্রশ্ন (নিজে চেষ্টা করো)

১. শব্দতরঙ্গ যে স্থিতিস্থাপক তরঙ্গ তা কোন ঘটনার মাধ্যমে বোঝা যায়?
২. শব্দের প্রাবল্য বলতে কী বোঝ?
৩. SONAR কী?
৪. ‘CHEMISTRY’ শব্দের প্রতিধ্বনি শোনার জন্য প্রতিফলক ও শ্রোতার মধ্যে ন্যূনতম দূরত্ব কত হবে? (বায়ুতে শব্দের বেগ 340 m/s )
৫. অষ্টক কাকে বলে? উদাহরণ দাও।

৬. পেন্ডুলাম বা দোলক দোলার শব্দ শুনতে পাওয়া যায় না কেন?
৭. শব্দের প্রতিফলন ও আলোর প্রতিফলনের মধ্যে পার্থক্য লেখো।
৮. কোন কোন ভৌত রাশির পরিবর্তনের জন্য শব্দের প্রাবল্য ও তীক্ষ্ণতা পরিবর্তিত হয়?
৯. সুর ও স্বরের মধ্যে পার্থক্য কী?
১০. 256Hz, 512Hz, 1020 Hz, 1280 Hz -একটি বাদ্যযন্ত্র থেকে নির্গত স্বরে এই সকল কম্পাঙ্কবিশিষ্ট সুরগুলি মিশে থাকে। চিহ্নিত করো: (i) মূলসুর বা প্রথম সমমেল, (ii) প্রথম উপসুর, (iii) দ্বিতীয় উপসুর, (iv) দ্বিতীয় সমমেল।

১১. শব্দের তীক্ষ্ণতা বলতে কী বোঝ?
১২. বড়ো রাস্তার ধারে গাছ লাগালে শব্দদূষণ কম হবে কি?
১৩. প্রতিধ্বনি বলতে কী বোঝ?
১৪. শব্দদূষণ বলতে কী বোঝ?

অতিসংক্ষিপ্ত প্রশ্নের উত্তর

১ চাপের SI একক কি?
উত্তর : পাস্কল

২ সূর্যের চারদিকে পৃথিবীকে বিন্দু কল্পনা করলে পৃথিবীর প্রদক্ষিণ কিরকম গতি?
উত্তর : বৃত্তীয় গতি

৩ দ্রুতি কি ধরনের রাশি?
উত্তর : স্কেলার রাশি

৪ একটি মিশ্র গতির উদাহরণ দাও।
উত্তর : সূর্যের চারিদিকে পৃথিবীর গতি

৫ এমন একটি উদাহরণ দাও যেখানে কোন বস্তুর বেগ ও ত্বরণ পরস্পর বিপরীত অভিমুখী।
উত্তর : ঊর্ধ্বমুখে নিক্ষিপ্ত একটি পাথর

৬ সিজিএস এবং এস আই পদ্ধতিতে ত্বরণের একক কি?
উত্তর : 〖CGS-〖cm/s〗^2 SI-m/s〗^2

৭ সিজিএস এবং এস আই পদ্ধতিতে সরনের একক কি?
উত্তর : CGS – cm SI – m

৮ সিজিএস এবং এস আই পদ্ধতিতে বেগের একক কি?
উত্তর : CGS – cm/s SI – m/s

৯ চলন্ত ট্রেনের যাত্রীরা কখন পরস্পরকে স্থির দেখে?
উত্তর : যখন দুটি ট্রেন সমান গতিতে থাকে।

১০ কোন্ গতিতে গড় বেগের মান ও গড় দ্রুতির মান সমান?
উত্তর : সরলরৈখিক

১১ নিউটনের কোন্ সূত্র থেকে বলের সংজ্ঞা পাওয়া যায়?
উত্তর : প্রথম গতিসূত্র

১২ চলন্ত গাড়ি হঠাৎ থেমে গেলে যাত্রীরা সামনের দিকে হেলে পড়ে। এর কারণ কি?
উত্তর : গতিজাড্য

১৩ নিউটন ও ডাইনের মধ্যে সম্পর্ক কি?
উত্তর : 1N = 〖10〗^5dyn

১৪ কোন্ ক্ষেত্রে নিউটনের গতিসূত্রটি প্রযোজ্য নয়?
উত্তর : অজড়ত্বীয় নির্দেশতন্ত্রে

১৫ কোন বস্তুর ওপর একাধিক বল প্রযুক্ত হলে বস্তুতে গতির অভিমুখ কি হবে?
উত্তর : লব্ধি শূন্য না হলে বলের অভিমুখে বস্তুটি গতিশীল হবে।

১৬ 1 গ্রাম ভার = কত নিউটন?
উত্তর : 0.0098 নিউটন

১৭ জেটইঞ্জিন এর কার্য নীতির ভিত্তিটি কি?
উত্তর : রৈখিক ভরবেগের নিত্যতা সূত্র

১৮ নিউটনের তৃতীয় গতিসূত্রের ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্যবর্তী কোণের মান কত?
উত্তর : 180°

১৯ একটি স্পর্শজনিত বলের উদাহরণ দাও।
উত্তর : কোনো তলের উপর বস্তুতে টানা বা ঠেলা

২০ একটি স্পর্শহীন বলের উদাহরণ দাও।
উত্তর : চুম্বকের বিকর্ষন

সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর

১ ত্বরনের এককে ‘প্রতি সেকেন্ড’ কথাটি দুবার আসে কেন?
উত্তর : একবার বেগ বোঝাবার জন্য ও আর একবার বেগ বৃদ্ধির হার বোঝাবার জন্যে ত্বরনের এককে ‘প্রতি সেকেন্ড’ কথাটি দুবার আসে।

২ নিউটনের প্রথম গতিসূত্রটি লেখ।
উত্তর : বাইরে থেকে প্রযুক্ত বল বস্তুর অবস্থানের পরিবর্তনে বাধ্য না করলে স্থির বস্তু চিরকাল স্থির অবস্থায় থাকবে এবং গতিশীল বস্তু সমবেগে সরলরেখায় চলতে থাকবে।

৩ নিউটনের দ্বিতীয় গতি সূত্রটি লেখ।
উত্তর : বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর ওপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে প্রযুক্ত হয় বস্তুর ভরবেগের পরিবর্তনও সেদিকে ঘটে।

৪ নিউটনের তৃতীয় গতি সূত্রটি লেখ।
উত্তর : প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে।

৫ বলের সংযোজন সামান্তরিক সূত্রটি লেখ।
উত্তর : যদি কোন বস্তুতে ক্রিয়াশীল দুটি বলকে কোন সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু দ্বারা মানে ও অভিমুখে প্রকাশ করা যায় তবে ওই বিন্দু থেকে অঙ্কিত সামান্তরিকের কর্ণটি বলদ্বয়ের লব্ধিকে মানে ও অভিমুখে প্রকাশ করবে।

৬ রৈখিক ভরবেগের সংরক্ষণের সূত্রটি লেখ।
উত্তর : কোন বস্তুসংস্থার উপর বাইরে থেকে কোন বল প্রযুক্ত না হলে বস্তুসংস্থার মোট রৈখিক ভরবেগ অপরিবর্তিত থাকবে।

৭ পাখিরা আকাশে ওড়ে কিভাবে?
উত্তর : একটি পাখি যখন ভূমি থেকে আকাশে উড়তে যায় তখন দু’টি ডানা সাহায্যে বায়ুর উপর বল প্রয়োগ করে। প্রতিক্রিয়াস্বরূপ বায়ুও পাখির ওপর সমান ও বিপরীতমুখী বল প্রয়োগ করে। এই দুটি প্রতিক্রিয়া বলের লব্ধি বরাবর পাখি গতিশীল হয়।

Answer Sheet


►► আরো দেখো: ভৌত বিজ্ঞান সকল অধ্যায়ের প্রশ্নের উত্তর


পশ্চিমবঙ্গের নবম শ্রেণির শিক্ষার্থীরা, এখানে আমরা শুধু প্রশ্নগুলো আলোচনা করেছি। তোমরা চাইলে পিডিএফ ফাইলে নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান সপ্তম অধ্যায় প্রশ্ন উত্তর সহ ডাউনলোড করতে পারো। এজন্য ওপরে দেওয়া Answer Sheet বাটনে ক্লিক করো।

ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।

Leave a Comment