নবম শ্রেণীর ভূগোল ‌নবম অধ্যায় প্রশ্ন উত্তর (PDF)

নবম শ্রেণীর ভূগোল ‌নবম অধ্যায় প্রশ্ন উত্তর : ভূগোল বিজ্ঞানের অত্যন্তগুর ত্বপূর্ণ উপাদান হচ্ছে মানচিত্র। মানচিত্রের মাধ্যমে ভূগোলের বিভিন্ন প্রপঞ্চ উপস্থাপনের জন্য মানচিত্রের ধারণা, উপাদান, ব্যবহার, শ্রেণিবিভাগ, সংকোচন, প্রসারণ, স্কেল ও স্কেলের শ্রেণিবিভাগ সম্পর্কে জ্ঞান থাকা প্রয়োজন। এগুলোর সবই ব্যবহারিক ভূগোলের প্রধান আলোচ্য বিষয়।

নবম শ্রেণীর ভূগোল ‌নবম অধ্যায় প্রশ্ন উত্তর

সঠিক উত্তরটি নির্বাচন করো

১. মানচিত্রে দুটি বিন্দুর দূরত্ব এবং ভূপৃষ্ঠে ওই দুটি বিন্দুর প্রকৃত দূরত্বের অনুপাতের ভগ্নাংশকে বলে-
ক. বিবৃতিমূলক স্কেল
খ. লৈখিক স্কেল
গ. ভগ্নাংশসূচক স্কেল
ঘ. তুলনামূলক স্কেল

২. সার্ভে অব ইণ্ডিয়ার সদর দপ্তর অবস্থিত-
ক. মুম্বাইতে
খ. পুনাতে
গ. দেরাদুনে
ঘ. দিল্লিতে

৩. 1 নটিক্যাল মাইল সমান—
ক. 1.582 কিমি
খ. 1.852 কিমি
গ. 1.285 কিমি
ঘ. 1.962 কিমি

৪. মৌজা মানচিত্রের R. F. হল-
ক. 1:3960
খ. 1:10000
গ. 1:1000
ঘ. 1:100000

৫. রাজনৈতিক মানচিত্র একধরনের –
ক. স্কেলভিত্তিক মানচিত্র
খ. তথ্যভিত্তিক মানচিত্র
গ. বিষয়ভিত্তিক মানচিত্র
ঘ. পরিমাণগত মানচিত্র

৬. একটি ক্ষুদ্র স্কেলের মানচিত্র হল-
ক. ভূবৈচিত্র্যসূচক মানচিত্র
খ. মৌজা মানচিত্র
গ. গ্লোব
ঘ. আবহাওয়া মানচিত্র

৭. চৌম্বকীয় কম্পাস নিদের্শ করে-
ক. উত্তরদিক
খ. দক্ষিণদিক
গ. পূর্বদিক
ঘ. পশ্চিমদিক

৮. মানচিত্র হল একধরনের-
ক. ফোটোগ্রাফি
খ. নকশা
গ. রঙিন ছবি
ঘ. প্রতীক চিহ্ন

৯. রাজস্ব আদায়ের সবচেয়ে নীচের স্তরের প্রশাসনিক একক হল-
ক. গ্রাম
খ. শহর
গ. ব্লক
ঘ. মৌজা

১০. অ্যাটলাস মানচিত্রে R. F. কত হয়-
ক. 1:10000
খ. 1:200000
গ. 1:1000000
ঘ. 1:50000

১১. চৌম্বকীয় কম্পাস নিদের্শ করে-
ক. উত্তরদিক
খ. দক্ষিণদিক
গ. পূর্বদিক
ঘ. পশ্চিমদিক

১২. গ্লোব আঁকা হয়-
ক. ক্ষুদ্র স্কেল মানচিত্রে
খ. বৃহৎ স্কেল মানচিত্রে
গ. মাঝারি স্কেল মানচিত্রে
ঘ. কোনোটিই নয়

১৩. ইংরেজি ‘ম্যাপ’ কথাটি এসেছে লাতিন শব্দ-
ক. ম্যাপিয়া
খ. ম্যাপ্পা
গ. ম্যাপ্পো
ঘ. ম্যাপিন থেকে

১৪. ম্যাপ্পা বলতে বোঝায়-
ক. একখণ্ড কাগজ
খ. একখণ্ড পৃথিবী
গ. একখণ্ড কাপড়
ঘ. একখণ্ড মাটি

১৫. ডায়াগোনাল স্কেল একধরনের-
ক. লৈখিক স্কেল
খ. ভগ্নাংশসূচক স্কেল
গ. বিবৃতিমূলক স্কেল
ঘ. রৈখিক স্কেল

১৬. রাজস্ব আদায়ের সবচেয়ে নীচের স্তরের প্রশাসনিক একক হল-
ক. গ্রাম
খ. শহর
গ. ব্লক
ঘ. মৌজা

১৭. মৌজা মানচিত্রের R. F. হল-
ক. 1:3960
খ. 1:10000
গ. 1:1000
ঘ. 1:100000

১৮. J. L. নম্বর দেওয়া থাকে-
ক. টোপোগ্রাফিকাল ম্যাপে
খ. মৌজা ম্যাপে
গ. অ্যাটলাসে
ঘ. কোনোটিই নয়

১৯. মানচিত্রে ব্যবহৃত সাংকেতিক চিহ্নগুলি প্রচলিত-
ক. স্থানীয় স্তরে
খ. রাজ্য স্তরে
গ. রাষ্ট্রীয় স্তরে
ঘ. আন্তর্জাতিক স্তরে

২০. একটি মানচিত্রের R. F. 1:10000। মানচিত্রটিকে কত গুণ বড়ো করলে নতুন R. F. হবে 1:5000-
ক. 2 গুণ
খ. 3 গুণ
গ. 4 গুণ
ঘ. 5 গুণ

২১. মানচিত্রে দুটি বিন্দুর দূরত্ব এবং ভূপৃষ্ঠে ওই দুটি বিন্দুর প্রকৃত দূরত্বের অনুপাতের ভগ্নাংশকে বলে-
ক. বিবৃতিমূলক স্কেল
খ. লৈখিক স্কেল
গ. ভগ্নাংশসূচক স্কেল
ঘ. তুলনামূলক স্কেল

২২. বিবৃতিমূলক স্কেলের প্রধান সুবিধা–
ক. আঁকার জটিলতা নেই
খ. মানচিত্র ছোটো করে আঁকতে হয়
গ. মানচিত্র বড়ো করে দেখানো যায়
ঘ. কোনোটিই নয়

২৩. ভূমিরাজস্ব আদায় করার জন্য ব্যবহার করা হয়-
ক. রাজনৈতিক মানচিত্র
খ. থানা মানচিত্র
গ. ভূতাত্ত্বিক মানচিত্র
ঘ. মৌজা মানচিত্র

২৪. প্রথম মানচিত্র বই প্রকাশ করেন-
ক. মার্কেটর
খ. আর্যভট্ট
গ. হেকাটিয়াস
ঘ. হেরোডোটাস

২৫. রাজনৈতিক মানচিত্র একধরনের-
ক. স্কেলভিত্তিক মানচিত্র
খ. তথ্যভিত্তিক মানচিত্র
গ. বিষয়ভিত্তিক মানচিত্র
ঘ. পরিমাণগত মানচিত্র

২৬. ভৌগোলিকদের কাছে সবচেয়ে প্রয়োজনীয় মানচিত্র হল-
ক. ভূবৈচিত্র্যসূচক মানচিত্র
খ. মৌজা মানচিত্র
গ. রাজনৈতিক মানচিত্র
ঘ. ভূতাত্ত্বিক মানচিত্র

২৭. বিবৃতিমূলক স্কেলের প্রধান সুবিধা–
ক. আঁকার জটিলতা নেই
খ. মানচিত্র ছোটো করে আঁকতে হয়
গ. মানচিত্র বড়ো করে দেখানো যায়
ঘ. কোনোটিই নয়

২৮. আয়তাকার পৃথিবীর ধারণা করেছিলেন-
ক. এরাটোথেনিস
খ. হেরোডোটাস
গ. হেক্যাটিয়াস
ঘ. টলেমি

২৯. টলেমি তার ‘Geographia’ পুস্তকে পৃথিবীর আঞ্চলিক মানচিত্র দেখিয়েছেন-
ক. 20টি
খ. 22টি
গ. 26টি
ঘ. 24টি

৩০. NATMO-এর সদর দপ্তর অবস্থিত-
ক. দিল্লিতে
খ. কলকাতায়
গ. দেরাদুনে
ঘ. রাঁচিতে

৩১. 1 মাইল সমান-
ক. 1.6093 কিমি
খ. 0.1623 কিমি
গ. 1.9602 কিমি
ঘ. 1.3206 কিমি

৩২. অ্যাটলাস মানচিত্রে R. F. কত হয়-
ক. 1:10000
খ. 1:200000
গ. 1:1000000
ঘ. 1:50000

অতি সংক্ষিপ্ত প্রশ্ন

১. যে মানচিত্রে কোনো ভৌগোলিক উপাদানের পরিমাণগত দিক প্রকাশ করা হয়, তাকে কী বলে? (এক কথায় উত্তর দাও)
উত্তর : পরিমাণগত মানচিত্র।

২. ______ মানচিত্রে জমির দাগনম্বর থাকে। (শূন্যস্থান পূরন করো)
উত্তর : মৌজা

৩. কর্ণীয় স্কেলে মুখ্য, গৌণ ও ______ ভাগ থাকে। (শূন্যস্থান পূরন করো)
উত্তর : প্রগৌণ

৪. মানচিত্রকে ছোটো করলে স্কেলের অনুপাত বৃদ্ধি পায়। (সত্য/মিথ্যা নির্বাচন করো)
উত্তর : সত্য

৫. টোপোগ্রাফিকাল মানচিত্রে প্রাকৃতিক ও ______ উপাদানের পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ করা হয়। (শূন্যস্থান পূরন করো)
উত্তর : সাংস্কৃতিক
৬. মানচিত্রে R.F. 1: 50000-এর অর্থ, মানচিত্রে 1 সেমি ভূপৃষ্ঠের 500 মিটারের সমান। (সত্য/মিথ্যা নির্বাচন করো)
উত্তর : সত্য

৭. দেয়াল মানচিত্র কী ধরনের মানচিত্র? (এক কথায় উত্তর দাও)
উত্তর : ক্ষুদ্র স্কেল মানচিত্র।

৮. তথ্যের ওপর ভিত্তি করে মানচিত্রকে কয় ভাগে ভাগ করা যায়? (এক কথায় উত্তর দাও)
উত্তর : দুইভাগে।

৯. স্কেলে একটি ভাগের ভগ্নাংশকে নির্ভুলভাবে পরিমাপ করা যায়। (শূন্যস্থান পূরন করো)
উত্তর : ভার্নিয়ার

১০. একটি বৃহৎ স্কেল মানচিত্রের উদাহরণ দাও। (এক কথায় উত্তর দাও)
উত্তর : মৌজা মানচিত্র।

১১. সমবর্ষণ রেখার মানচিত্র হল ______। (শূন্যস্থান পূরন করো)
উত্তর : পরিমাণবাচক মানচিত্র

১২. সমপ্রেষ রেখা সমন্বিত মানচিত্র হল একধরনের ______ মানচিত্র। (শূন্যস্থান পূরন করো)
উত্তর : তথ্যভিত্তিক

১৩. 1 ইঞ্চি 2.54 সেন্টিমিটারের সমান। (সত্য/মিথ্যা নির্বাচন করো)
উত্তর : সত্য

১৪. আবহাওয়া মানচিত্র একধরনের ______ মানচিত্র। (শূন্যস্থান পূরন করো)
উত্তর : বিষয়মূলক

১৫. মানচিত্র ছোটো বা বড়ো করলে বিবৃতিমূলক স্কেলের গুরুত্ব থাকে না। (সত্য/মিথ্যা নির্বাচন করো)
উত্তর : সত্য

১৬. দক্ষিণ-পূর্ব দিকের বিপরীত দিক ______ । (শূন্যস্থান পূরন করো)
উত্তর : উত্তর-পশ্চিম

১৭. ‘কাটোগ্রাফি’ কথার অর্থ কী? (এক কথায় উত্তর দাও)
উত্তর : মানচিত্র অঙ্কন বিদ্যা।

১৮. দেয়াল মানচিত্র কী ধরনের মানচিত্র? (এক কথায় উত্তর দাও)
উত্তর : ক্ষুদ্র স্কেল মানচিত্র।

১৯. একটি মাঝারি স্কেলের মানচিত্রের উদাহরণ দাও। (এক কথায় উত্তর দাও)
উত্তর : টোপোগ্রাফিকাল মানচিত্র।

২০. মানচিত্রে প্রদর্শিত দূরত্বের সঙ্গে ভূপৃষ্ঠের অনুরূপ প্রকৃত দূরত্বের ______ কে স্কেল বলে। (শূন্যস্থান পূরন করো)
উত্তর : অনুপাত

২০. সমোন্নতি রেখার সাহায্যে কোন ধরনের মানচিত্র আঁকা যায়? (এক কথায় উত্তর দাও)
উত্তর : বন্ধুরতা।

২১. দক্ষিণ-পশ্চিম দিকের বিপরীত দিক হল উত্তর-পশ্চিম। (সত্য/মিথ্যা নির্বাচন করো)
উত্তর : মিথ্যা

২২. ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের প্রধান সাংস্কৃতিক বিষয় হল পরিবহণ, যোগাযোগ এবং ______ । (শূন্যস্থান পূরন করো)
উত্তর : জনবসতি

২৩. মানচিত্রের হ্রাসবৃদ্ধির সঙ্গে স্কেলের অনুপাতের সম্পর্ক ______। (শূন্যস্থান পূরন করো)
উত্তর : ব্যস্তানুপাতিক

২৪. স্কেলের ভিত্তিতে মানচিত্র কয় প্রকার? (এক কথায় উত্তর দাও)
উত্তর : তিন প্রকার।

২৫. মানচিত্রকে বড়ো করলে স্কেলের অনুপাত বৃদ্ধি পায়। (সত্য/মিথ্যা নির্বাচন করো)
উত্তর : মিথ্যা।

২৬. টোপোগ্রাফিকাল মানচিত্রে সমোন্নতি রেখা দেখানো হয় ______ রঙের সাহায্যে। (শূন্যস্থান পূরন করো)
উত্তর : বাদামি।

২৭. অসংখ্য মানচিত্র সমন্বিত বইকে কী বলে? (এক কথায় উত্তর দাও)
উত্তর : অ্যাটলাস।

২৮. ভার্নিয়ার ধ্রুবক নির্ণয় করতে হয় কর্ণীয় স্কেলে। (সত্য/মিথ্যা নির্বাচন করো)
উত্তর : মিথ্যা।

২৯. পৃথিবীর একটি ছোটো মডেল হল গ্লোব। (সত্য/মিথ্যা নির্বাচন করো)
উত্তর : সত্য।

সংক্ষিপ্ত প্রশ্ন (নিজে চেষ্টা করো)

১. বিষয়ভিত্তিক মানচিত্র কী?
২. ভার্নিয়ার স্কেল কী?
৩. বিষয়ভিত্তিক মানচিত্র কী?
৪. ভূবৈচিত্র্যসূচক মানচিত্র কী ধরনের মানচিত্র?
৫. রাজনৈতিক মানচিত্র বলতে কী বোঝ?

৬. রৈখিক স্কেলের মুখ্যভাগ ও গৌণভাগ কাকে বলে?
৭. প্রাচীন মানচিত্রগুলি কী দিয়ে তৈরি করা হত?
৮. মানচিত্র স্কেল কী?
৯. প্রকাশের মাধ্যম অনুযায়ী স্কেল কয়প্রকার ও কী কী?

১০. কোন্ স্কেলে অ্যাটলাস বা গ্লোব আঁকা যায়?
১১. রৈখিক স্কেলের সুবিধাগুলি কী কী?
১২. সাংস্কৃতিক মানচিত্র কাকে বলে?
১৩. মানচিত্রে স্কেলের প্রয়োজনীয়তা কতখানি?
১৪. রৈখিক স্কেলের মুখ্যভাগ ও গৌণভাগ কাকে বলে?

১৫. ভগ্নাংশসূচক স্কেলের সুবিধা কী?
১৬. রাজনৈতিক মানচিত্র বলতে কী বোঝ?
১৭. প্রাকৃতিক মানচিত্র কাকে বলে?
১৮. বিবৃতিমূলক স্কেল কী?
১৯. লৈখিক স্কেল কাকে বলে?
২০. বৃদ্ধিপ্রাপ্ত মানচিত্র কাকে বলে?

Answer Sheet


►► আরো দেখো: ভুগোল সকল অধ্যায়ের প্রশ্নের উত্তর


পশ্চিমবঙ্গের নবম শ্রেণির শিক্ষার্থীরা, এখানে আমরা শুধু প্রশ্নগুলো আলোচনা করেছি। তোমরা চাইলে পিডিএফ ফাইলে নবম শ্রেণীর ভূগোল নবম অধ্যায় প্রশ্ন উত্তর সহ ডাউনলোড করতে পারো। এজন্য ওপরে দেওয়া Answer Sheet বাটনে ক্লিক করো।

ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।

Leave a Comment