নবম শ্রেণীর ভূগোল ‌ষষ্ঠ অধ্যায় প্রশ্ন উত্তর (PDF)

নবম শ্রেণীর ভূগোল ‌ষষ্ঠ অধ্যায় প্রশ্ন উত্তর : উভয় গােলার্ধের মধ্য অক্ষাংশীয় অঞ্চলে (40° উ:/দ: – 60° উ:/দ:) শীতকালে উপকূলভাগ বা মহাদেশের মধ্যবর্তী জলভাগ উত্তর গােলার্ধে মহাদেশের উত্তরভাগ এবং দক্ষিণ গােলার্ধে মহাদেশের দক্ষিণ ভাগের তুলনায় বেশি উয় থাকে। ফলে এখানে গভীর নিম্নচাপের সৃষ্টি হয়। ফলে উত্তর ও দক্ষিণ মেরু অঞ্চলের প্রবল ঠান্ডা বায়ু এই নিম্নচাপ অঞ্চলের দিকে ধেয়ে আসে। এই প্রবল বেগসম্পন্ন ঠান্ডা বায়ুর সঙ্গে তুষার কণা যুক্ত হয়ে সৃষ্টি হয় তুষার ঝড় বা ব্লিজার্ড।

নবম শ্রেণীর ভূগোল ‌ষষ্ঠ অধ্যায় প্রশ্ন উত্তর

সঠিক উত্তরটি নির্বাচন করো

১. একটি মনুষ্যসৃষ্ট চরম বিপর্যয়ের উদাহরণ –
ক. ভূমিকম্প
খ. অগ্ন্যুৎপাত
গ. পারমাণবিক বোমা বিস্ফোরণ
ঘ. খরা

২. বিপর্যয় লঘুকরণ দিবস হিসেবে পালন করা হয়—
ক. 10 অক্টোবর
খ. 10 নভেম্বর
গ. 5 সেপ্টেম্বর
ঘ. 5 জানুয়ারি

৩. সমুদ্র উপকূলে যে বিপর্যয় দেখা যায় তা হল—
ক. খরা
খ. দাবানল
গ. ধস
ঘ. সুনামি

৪. ধস কোথায় বেশি লক্ষণীয়—
ক. পার্বত্য অঞ্চলে
খ. মরুভূমি অঞ্চলে
গ. অরণ্য অঞ্চলে
ঘ. সমভূমি অঞ্চলে

৫. ভূমিধসের জন্য দায়ী নয় –
ক. বৃক্ষচ্ছেদন
খ. বহুমুখী নদী পরিকল্পনা
গ. নগরায়ণ
ঘ. সুনামি

৬. একটি জলবায়ুগত দুর্যোগের উদাহরণ হল—
ক. অগ্ন্যুৎপাত
খ. বন্যা
গ. দাবানল
ঘ. সুনামি

৭. একটি আধাপ্রাকৃতিক দুর্যোগ হল—
ক. অগ্ন্যুৎপাত
খ. সুনামি
গ. তুষারঝড়
ঘ. ধস

৮. তুষারঝড় বেশি দেখা যায়—
ক. নিরক্ষীয় অঞ্চলে
খ. মরু অঞ্চলে
গ. মধ্যঅক্ষাংশীয় অঞ্চলে
ঘ. মেরু অঞ্চলে

৯. ধস কোথায় বেশি লক্ষণীয়—
ক. পার্বত্য অঞ্চলে
খ. মরুভূমি অঞ্চলে
গ. অরণ্য অঞ্চলে
ঘ. সমভূমি অঞ্চলে

১০. চিন, জাপান প্রভৃতি দেশে ঘূর্ণিঝড় যে নামে পরিচিত
ক. তাইফু
খ. টাইফুন
গ. হ্যারিকেন
ঘ. উহলি-উইলি

১১. ভূমিকম্পের দেশ বলা হয়—
ক. জাপানকে
খ. ইরাককে
গ. মায়ানমারকে
ঘ. ভারতকে

১২. ভূমিধসের জন্য দায়ী নয় –
ক. বৃক্ষচ্ছেদন
খ. বহুমুখী নদী পরিকল্পনা
গ. নগরায়ণ
ঘ. সুনামি

১৩. অগ্ন্যুৎপাতের সৃষ্টি হয়—
ক. বনভূমি হ্রাসের ফলে
খ. অনিয়ন্ত্রিত বসতি নির্মাণের ফলে
গ. ভূগর্ভে চাপ ও তাপের পরিবর্তনের ফলে
ঘ. রাস্তাঘাট নির্মাণের ফলে

১৪. একটি মনুষ্যসৃষ্ট দুযোর্গ হল—
ক. খরা খ. ভূমিকম্প
গ. অগ্ন্যুৎপাত
ঘ. দাঙ্গা

১৫. ভারতে ‘কেন্দ্রীয় বন্যা নিয়ন্ত্রণ পর্ষদ’ গঠন করা হয়েছে—
ক. 1953 সালে
খ. 1954 সালে
গ. 1955 সালে
ঘ. 1960 সালে

১৬. বন্যা নিয়ন্ত্রণের উপায়গুলির মধ্যে অন্যতম হল—
ক. শুষ্ক কৃষির প্রবর্তন করা
খ. গভীর কূপ খনন করা
গ. জলসংরক্ষণ প্রকল্প চালু করা
ঘ. পশুচারণ নিয়ন্ত্রণ করা

১৭. হিমানী সম্প্রপাত ঘটে –
ক. পার্বত্য অঞ্চলে
খ. মরুভূমি অঞ্চলে
গ. মালভূমি অঞ্চলে
ঘ. সমুদ্র উপকূলে

১৮. মেগাসুনামিতে সমুদ্রের ঢেউ-এর উচ্চতা হয়—
ক. 30 মিটার
খ. 80 মিটার
গ. 50 মিটার
ঘ. 50 মিটারের বেশি

১৯. ভারতের মোট জমির মধ্যে বন্যাপ্রবণ জমির পরিমাণ –
ক. 10%
খ. 11%
গ. 12%
ঘ. 13%

২০. আমেরিকা ও কানাডার পূর্বাংশে ব্লিজার্ড ঘটেছিল—
ক. 1777 সালে
খ. 1888 সালে
গ. 1920 সালে
ঘ. 1992 সালে

অতি সংক্ষিপ্ত প্রশ্ন

১. পার্বত্য অঞ্চলে ঘূর্ণিঝড়ের প্রকোপ বেশি। (সত্য/মিথ্যা নির্বাচন করো)
উত্তর : মিথ্যা

২. অবিবেচনাপ্রসূত বৃক্ষচ্ছেদনের ফলে পাহাড়ি অঞ্চলে ধস সৃষ্টি হয়ে থাকে। (সত্য/মিথ্যা নির্বাচন করো)
উত্তর : সত্য

৩. অধিক গভীরতায় সংঘটিত ভূমিকম্পকে ‘পাতালিক ভূমিকম্প’ বলে। (সত্য/মিথ্যা নির্বাচন করো)
উত্তর : সত্য

৪. কীরকম জলবায়ুতে তুষারঝড় হয়? (এক কথায় উত্তর দাও)
উত্তর : অতিশীতল জলবায়ুতে।

৫. সিসমোগ্রাফ যন্ত্রের সাহায্যে সুনামির তীব্রতা মাপা হয়। (সত্য/মিথ্যা নির্বাচন করো)
উত্তর : মিথ্যা

৬. পিলিন কোন ধরনের বিপর্যয়? (এক কথায় উত্তর দাও)
উত্তর : ঘূর্ণিঝড়।

৭. পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলায় কোন ধরনের বিপর্যয় অধিক লক্ষ করা যায়? (এক কথায় উত্তর দাও)
উত্তর : খরা।

৮. ঘূর্ণিঝড়ের কেন্দ্রে ______ চাপ থাকে। (শূন্যস্থান পূরন করো)
উত্তর : নিম্ন

৯. ম্যাগমার নিম্নমুখী প্রবাহকে ‘প্লিউম’ বলে। (সত্য/মিথ্যা নির্বাচন করো)
উত্তর : মিথ্যা

১০. অ্যান্টার্কটিকা মহাদেশে তুষারঝড় অধিক দেখা যায়। (সত্য/মিথ্যা নির্বাচন করো)
উত্তর : সত্য

১১. দক্ষিণবঙ্গের ______ অঞ্চলে ঘূর্ণিঝড়ের প্রভাব বেশি লক্ষ করা যায়। (শূন্যস্থান পূরন করো)
উত্তর : উপকূলবর্তী অঞ্চলে

১২. অধিক গভীরতায় সংঘটিত ভূমিকম্পকে কী বলে? (এক কথায় উত্তর দাও)
উত্তর : পাতালিক ভূমিকম্প।

১৩. পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলায় কোন ধরনের বিপর্যয় অধিক লক্ষ করা যায়? (এক কথায় উত্তর দাও)
উত্তর : খরা।

১৪. ভারতে খরা নিয়ন্ত্রণে প্রধানত কোন্ মন্ত্রক কার্যকরী ভূমিকা নেয়? (এক কথায় উত্তর দাও)
উত্তর : কৃষি মন্ত্রক।

১৫. বিপর্যয়ের ক্ষয়ক্ষতির পরিমাণ কমানোর ব্যবস্থাপনা বলা হয়? (এক কথায় উত্তর দাও)
উত্তর : বিপর্যয় ব্যবস্থাপনা।

১৬. জাতীয় জলসম্পদ মন্ত্রক প্রধানত কোন ধরনের বিপর্যয় নিয়ন্ত্রণে কার্যকরী ভূমিকা নেয়? (এক কথায় উত্তর দাও)
উত্তর : বন্যা।

১৭. টর্নেডো কী জাতীয় দুর্যোগ? (এক কথায় উত্তর দাও)
উত্তর : প্রাকৃতিক দুর্যোগ।

১৮. ব্লিজার্ড হল একধরনের ______। (শূন্যস্থান পূরন করো)
উত্তর : তুষারঝড়

১৯. দুর্যোগের তুলনায় বিপর্যয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি। (সত্য/মিথ্যা নির্বাচন করো)
উত্তর : সত্য

২০. দক্ষিণবঙ্গের ______ অঞ্চলে ঘূর্ণিঝড়ের প্রভাব বেশি লক্ষ করা যায়। (শূন্যস্থান পূরন করো)
উত্তর : উপকূলবর্তী অঞ্চলে

সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন

১. তুষার ঝড় বলতে কী বােঝো? তুষার ঝড় সৃষ্টির কারণ লেখাে।
উত্তর : সূক্ষ্ম ছােটো বরফ কণা বহনকারী অতি শীতল এবং প্রচণ্ড বেগে প্রবাহিত বায়ুপ্রবাহকে তুষারঝড় বা ব্লিজার্ড বলে। সাধারণত মেরু অঞ্চলে ও উচ্চ পার্বত্য অঞ্চলে তুষার ঝড় ঘটে থাকে। এই ব্লিজার্ডে বাতাসের বেগ থাকে 150 – 200 কিমি/ঘণ্টা।

তুষার ঝড় সৃষ্টির কারণ : উভয় গােলার্ধের মধ্য অক্ষাংশীয় অঞ্চলে (40° উ:/দ: – 60° উ:/দ:) শীতকালে উপকূলভাগ বা মহাদেশের মধ্যবর্তী জলভাগ উত্তর গােলার্ধে মহাদেশের উত্তরভাগ এবং দক্ষিণ গােলার্ধে মহাদেশের দক্ষিণ ভাগের তুলনায় বেশি উয় থাকে। ফলে এখানে গভীর নিম্নচাপের সৃষ্টি হয়। ফলে উত্তর ও দক্ষিণ মেরু অঞ্চলের প্রবল ঠান্ডা বায়ু এই নিম্নচাপ অঞ্চলের দিকে ধেয়ে আসে। এই প্রবল বেগসম্পন্ন ঠান্ডা বায়ুর সঙ্গে তুষার কণা যুক্ত হয়ে সৃষ্টি হয় তুষার ঝড় বা ব্লিজার্ড।

২. বিপর্যয় ব্যবস্থাপনা বলতে কী বােঝো?
উত্তর : বিপর্যয়ের সকল স্তরে গৃহীত নীতিসমূহ, প্রশাসনিক সিদ্ধান্তসমূহ এবং সংশ্লিষ্ট কার্যকলাপের সমষ্টিগত রূপকে বিপর্যয় ব্যবস্থাপনা বলে।

৩. মহা অগ্ন্যুৎপাত (Super volcano) কী?
উত্তর : যে সমস্ত আগ্নেয়গিরি থেকে 1015 কেজি-এর বেশি ম্যাগমা উদ্গীরণ হয় তাদের Super volcano মহা অগ্ন্যুৎপাত বলে। এই মহা অগ্ন্যুৎপাতগুলি সাধারণত তপ্তবিন্দুপাত অঞ্চলে (Subduction Zone)-এ সংঘটিত হয়।

৪. পশ্চিমবঙ্গের বন্যাপ্রবণ অঞ্চলগুলির কয়েকটি উল্লেখ করাে।
উত্তর : পশ্চিমবঙ্গের বন্যাপ্রবণ অঞ্চলগুলি হচ্ছে- কোচবিহারে, দিনহাটা, তুফানগঞ্জ, মাথাভাঙা; সালদার, ইংলিশবাজার, কালিয়াচক, নদিয়ার করিমপুর, নাকাশিপাড়া, কালিগঞ্জ, পশ্চিম মেদিনীপুর, ঘাটাল, চন্দ্রকোনা, কেশপুর, উত্তর চব্বিশ পরগনার হাবরা, বাদুড়িয়া, বনগাঁ প্রভৃতি।

৫. মেঘ ভাঙা বৃষ্টি (Cloud burst) বলতে কী বােঝাে?
উত্তর : দ্রুত ঘনীভবনের কারণে হঠাৎ ভারী বর্ষণ হলে, তাকে মেঘ ভাঙা বৃষ্টি (Cloud burst) বলে। এর ফলে পার্বত্য অঞ্চলে যে বিশাল মাত্রায় দ্রুতগতি সম্পন্ন জলপ্রবাহ ঘটে, তাকে হড়পা বান (Flash Flood) বলে। এর ফলে ধস নামে এবং ব্যাপক হারে জীবন ও সম্পত্তিহানি হয়।

নবম শ্রেণীর ভূগোল ‌ষষ্ঠ অধ্যায় প্রশ্ন উত্তর

উদাহরণ : 2013 সালের জুন মাসে মেঘ ভাঙা বৃষ্টি ও হড়পা বানে উত্তরাখণ্ডের অলকানন্দা অববাহিকা ও হরিদ্বারে ভয়াবহ ধসসহ বন্যা বিকট মাত্রায় বিপর্যয় ডেকে এনেছিল।

৬. NIDM কী ?
উত্তর : NIDM-এর পুরাে কথা National Institute of Disaster Management। এই জাতীয় বিপর্যয় ব্যবস্থাপনা প্রতিষ্ঠানটি 1995 সালে প্রতিষ্ঠিত হয়। বিপর্যয় ব্যবস্থাপনা শিক্ষার প্রসার ও প্রশিক্ষণের মাধ্যমে এই প্রতিষ্ঠানটি ভারতকে বিপর্যমুক্ত দেশে পরিণত করতে সদা সচেষ্ট।

৭. QRT কী?
উত্তর : QRT-এর পুরাে কথা হল Quick Response Teamপশ্চিমবঙ্গ সরকার বিপর্যয় মােকাবিলার জন্য প্রতিটি জেলার QRT নামে বিশেষ দল তৈরি করেছে। এই দলে রয়েছে রাজ্যস্তরের 4 পলটন ব্যাটেলিয়ান, ও কোম্পানি এবং 25 জন প্রশিক্ষিত কর্মী।

৮. হড়পা বান (Flash Flood) কী?
উত্তর : হঠাৎ ভারী বর্ষণের ফলে পার্বত্য অণ্ডলে যে বিশাল মাত্রার দ্রুতগতি সম্পন্ন জলপ্রবাহ ঘটে, তাকে হড়পা বান বলে। এর ফলে পার্বত্য ঢালে জলপ্রবাহের সঙ্গে সব কিছু ধসে নীচের দিকে নামতে থাকে এবং ব্যাপক হারে জীবন ও সম্পত্তিহানি হয়। 2010 সালে জম্মু-কাশ্মীরের লে উপত্যকায় হড়পা বানে 250 জনের বেশি মানুষের মৃত্যু হয়।

সংক্ষিপ্ত প্রশ্ন (নিজে চেষ্টা করো)

১. ভূমিধস কী?
২. পশ্চিমবঙ্গের প্রধান দুর্যোগ বা বিপর্যয়গুলি কী কী?
৩. তুষারঝড় বা ব্লিজার্ড কী?
৪. বিপর্যয় ব্যবস্থাপনার প্রধান তিনটি ধাপ কী কী?
৫. পশ্চিমবঙ্গের প্রধান দুর্যোগ বা বিপর্যয়গুলি কী কী?

৬. বিপর্যয় কী?
৭. কৃষিগত খরা কী?
৮. পশ্চিমবঙ্গের প্রধান দুর্যোগ বা বিপর্যয়গুলি কী কী?
৯. তুষারঝড় কোথায় দেখা যায়?
১০. প্রাকৃতিক দুর্যোগ কী?

১১. পশ্চিমবঙ্গের কোথায় কোথায় খরার প্রকোপ বেশি?
১২. তুষারঝড় কোথায় দেখা যায়?
১৩. আধাপ্রাকৃতিক দুর্যোগ কী?
১৪. পশ্চিমবঙ্গের কোথায় কোথায় খরার প্রকোপ বেশি?
১৫. দাবানল কী?

১৬. পশ্চিমবঙ্গের কোথায় কোথায় খরার প্রকোপ বেশি?
১৭. বিপর্যয় ব্যবস্থাপনার প্রধান তিনটি ধাপ কী কী?
১৮. কৃষিগত খরা কী?
১৯. তুষারঝড় কোথায় দেখা যায়?
২০. বন্যা কী?

Answer Sheet


►► আরো দেখো: ভুগোল সকল অধ্যায়ের প্রশ্নের উত্তর


পশ্চিমবঙ্গের নবম শ্রেণির শিক্ষার্থীরা, এখানে আমরা শুধু প্রশ্নগুলো আলোচনা করেছি। তোমরা চাইলে পিডিএফ ফাইলে নবম শ্রেণীর ভূগোল ষষ্ঠ অধ্যায় প্রশ্ন উত্তর সহ ডাউনলোড করতে পারো। এজন্য ওপরে দেওয়া Answer Sheet বাটনে ক্লিক করো।

ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।

Leave a Comment