নবম শ্রেণীর ভূগোল প্রথম অধ্যায় প্রশ্ন উত্তর : মহাকাশে এমন কিছু জ্যোতিষ্ক আছে, যাদের নিজস্ব আলো ও উত্তাপ নেই, যারা অন্য কোনো নক্ষত্রের আলোকে আলোকিত হয় এবং নির্দিষ্ট কক্ষপথে নক্ষত্রগুলির চারদিকে পরিক্রমণ করে, তাদের গ্রহ বলে।
গ্রহের নিজস্ব আলো ও উষ্ণতা নেই। গ্রহরা নক্ষত্রদের আলোয় আলোকিত হয়। গ্রহরা আকৃতিতে নক্ষত্রদের তুলনায় ছোটো হয়। উদাহরণ- পৃথিবী, বৃহস্পতি, শনি, বুধ প্রভৃতি।
অপরদিকে মহাকাশে নিজস্ব আলো, উত্তাপহীন যে জ্যোতিষ্কগুলি গ্রহের চারদিকে নির্দিষ্ট কক্ষপথে পরিক্রমণ করছে, তাদের উপগ্রহ বলে।
উপগ্রহের নিজস্ব আলো ও তাপ নেই। উপগ্রহরা নক্ষত্রের আলোকে আলোকিত। উপগ্রহ গ্রহের তুলনায় ছোটো হয়। এ উপগ্রহেরা গ্রহের আকর্ষণে আকর্ষিত হয়। উদাহরণ- পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদ। ফোবোস ও ডিমোস হল মঙ্গলের উপগ্রহ।
নবম শ্রেণীর ভূগোল প্রথম অধ্যায় প্রশ্ন উত্তর
সঠিক উত্তরটি নির্বাচন করো
১. পৃথিবীর কক্ষপথের পরিধি হল-
ক. 96 কোটি কিমি
খ. 110 কোটি কিমি
গ. 14 কোটি 70 লক্ষ কিমি
ঘ. 15 কোটি 20 লক্ষ কিমি
২. পৃথিবীকে অভিগত গোলক বলা যায়, কারণ পৃথিবীর-
ক. উত্তর গোলার্ধ মেরুর কাছে 15 মি উঁচু
খ. নিরক্ষীয় অঞ্চলে অধিক জলভাগ
গ. পৃথিবীর উচ্চতম স্থান মাউন্ট এভারেস্ট
ঘ. দুই মেরু চাপা ও নিরক্ষীয় প্রদেশ স্ফীত
৩. পৃথিবী গোল প্রথম বলেন-
ক. প্লেটো
খ. পিথাগোরাস
গ. অ্যারিস্টটল
ঘ. স্ট্রাবো
৪. পৃথিবীকেন্দ্রিক মতবাদের পক্ষে ছিলেন-
ক. কোপারনিকাস
খ. অ্যারিস্টটল
গ. ব্রুনো
ঘ. ব্রাহে
৫. চন্দ্রগ্রহণের সময় চাঁদের ওপর পৃথিবীর ছায়াকে যেমন দেখা যায়-
ক. সরল
খ. চ্যাপটা
গ. বৃত্তাকার
ঘ. লম্বাকার
৬. পৃথিবীর কেন্দ্ৰবহির্মুখী শক্তি সর্বাধিক হয়-
ক. নিরক্ষীয় অঞ্চলে
খ. ক্রান্তীয় অঞ্চলে
গ. মেরু অঞ্চলে
ঘ. হিমমণ্ডলে
৭. পৃথিবীর প্রকৃত আকৃতি-
ক. বৃত্তাকার
খ. উপবৃত্তাকার
গ. অভিগত গোলকের ন্যায়
ঘ. আয়তাকার
৮. পৃথিবী গোল তার প্রত্যক্ষ প্রমাণ হল-
ক. জাহাজের উঁচু মাস্তুলে দাঁড়িয়ে দেখা
খ. জাহাজে পৃথিবী ভ্রমণ
গ. মহাকাশ থেকে তোলা আলোকচিত্র
ঘ. মাউন্ট এভারেস্ট থেকে পৃথিবীকে দেখা
৯. পৃথিবীকেন্দ্রিক মতবাদের পক্ষে ছিলেন-
ক. কোপারনিকাস
খ. অ্যারিস্টটল
গ. ব্রুনো
ঘ. ব্রাহে
১০. প্যারিস শহরের অক্ষাংশ-
ক. 26°32′ উত্তর
খ. 47° উত্তর
গ. 49° উত্তর
ঘ. 75° 03′ উত্তর
১১. পৃথিবীর গভীরতম অঞ্চল-
ক. মারিয়ানা খাত
খ. সুন্দা খাত
গ. সেন্ট লুইস খাত
ঘ. কুমেরু অঞ্চল
১২. পৃথিবীকে বলা হয়-
ক. লাল গ্রহ
খ. বামন গ্রহ
গ. নীল গ্রহ
ঘ. কোনোটিই নয়
১৩. বর্তমানে সৌরজগতে গ্রহের সংখ্যা –
ক. 3টি
খ. 5টি
গ. 7টি
ঘ. 8টি
১৪. দুরবীন যন্ত্র আবিষ্কার করেন-
ক. কেপলার
খ. গ্যালিলিয়ো গ্যালিলি
গ. নিউটন
ঘ. এডমান্ড হ্যালি
১৫. প্রাচীনযুগে মানুষের ধারণা ছিল পৃথিবী-
ক. গোলাকার
খ. অভিগত গোলাকার
গ. সমতল
ঘ. চৌকো
১৬. বর্তমানে বামন গ্রহের সংখ্যা-
ক. 5টি
খ. 6টি
গ. 4টি
ঘ. 3টি
১৭. পৃথিবীর স্থলভাগের সর্বোচ্চ অঞ্চল-
ক. মাউন্ট এভারেস্ট
খ. পামির মালভূমি
গ. তিব্বত মালভূমি
ঘ. সুমেরু অঞ্চল
১৮. বলয়যুক্ত গ্রহ হল-
ক. শনি
খ. পৃথিবী
গ. বুধ
ঘ. শুক্র
১৯. পৃথিবীর গভীরতম অঞ্চল-
ক. মারিয়ানা খাত
খ. সুন্দা খাত
গ. সেন্ট লুইস খাত
ঘ. কুমেরু অঞ্চল
২০. পৃথিবীর কক্ষপথের পরিধি হল-
ক. 96 কোটি কিমি
খ. 110 কোটি কিমি
গ. 14 কোটি 70 লক্ষ কিমি
ঘ. 15 কোটি 20 লক্ষ কিমি
২১. পৃথিবীর কেন্দ্ৰবহির্মুখী শক্তি সর্বাধিক হয়-
ক. নিরক্ষীয় অঞ্চলে
খ. ক্রান্তীয় অঞ্চলে
গ. মেরু অঞ্চলে
ঘ. হিমমণ্ডলে
২২. জিওয়েড কথার অর্থ-
ক. অভিগত গোলক
খ. সম্পূর্ণ গোলক
গ. চ্যাপটা
ঘ. পৃথিবীর মতো
২৩. ঘড়ির সময় পরীক্ষা করেন-
ক. পিথাগোরাস
খ. এরাটোসথেনিস
গ. জ্যঁ রিচার
ঘ. গ্যালিলিয়ো
২৪. বলয়যুক্ত গ্রহ হল-
ক. শনি
খ. পৃথিবী
গ. বুধ
ঘ. শুক্র
২৫. বর্তমানে বামন গ্রহের সংখ্যা-
ক. 5টি
খ. 6টি
গ. 4টি
ঘ. 3টি
২৭. পৃথিবীকে অভিগত গোলক বলা যায়, কারণ পৃথিবীর-
ক. উত্তর গোলার্ধ মেরুর কাছে 15 মি উঁচু
খ. নিরক্ষীয় অঞ্চলে অধিক জলভাগ
গ. পৃথিবীর উচ্চতম স্থান মাউন্ট এভারেস্ট
ঘ. দুই মেরু চাপা ও নিরক্ষীয় প্রদেশ স্ফীত
২৮. 1797 সালে বিজ্ঞানী হেনরি ক্যাভেনডিস নির্ণয় করেন পৃথিবীর-
ক. ঘনত্ব
খ. ওজন
গ. পরিধি
ঘ. ব্যাস
২৯. নিরক্ষরেখা থেকে মেরুর দিকে 111.3 কিলোমিটার অগ্রসর হলে নক্ষত্রের উন্নতিকোণ বৃদ্ধি পায়-
ক. 1° 30′
খ. 2° 30′
গ. 1°
ঘ. 1° 02′
৩০. কলম্বাস-
ক. ফ্রান্সের পর্যটক
খ. জাপানের পর্যটক
গ. পর্তুগালের পর্যটক
ঘ. স্পেনের পর্যটক
অতি সংক্ষিপ্ত প্রশ্ন
১. সৌরজগতে আয়তনে বৃহত্তম গ্রহ কোনটি? (এক কথায় উত্তর দাও)
উত্তর : বৃহস্পতি।
২. উপগ্রহ নেই এমন দুটি গ্রহের নাম লেখো। (এক কথায় উত্তর দাও)
উত্তর : বুধ ও শুক্র।
৩. GPS ব্যবহারের ক্ষেত্রে ন্যূনতম কয়টি উপগ্রহের প্রয়োজন? (এক কথায় উত্তর দাও)
উত্তর : 3টি।
৪. পৃথিবীর কৌণিক মানের সমষ্টি ______ । (শূন্যস্থান পূরন করো)
উত্তর : 360°
৫. আমেরিকা যুক্তরাষ্ট্রে GPS-এর প্রধান নিয়ন্ত্রণকারী কেন্দ্র অবস্থিত। (সত্য/মিথ্যা নির্বাচন করো)
উত্তর : সত্য
৬. গ্রহ, বামন গ্রহ অপেক্ষা আকারে ছোটো হয়। (সত্য/মিথ্যা নির্বাচন করো)
উত্তর : মিথ্যা
৭. সূর্য ও তার চারিদিকে ঘূর্ণায়মান জ্যোতিষ্কদের একত্রে ______ বলে। (শূন্যস্থান পূরন করো)
উত্তর : সৌরজগৎ
৮. সৌরজগতে মোট কয়টি প্রধান গ্রহ আছে? (এক কথায় উত্তর দাও)
উত্তর : 8টি।
৯. বৃহস্পতির উপগ্রহের সংখ্যা 2 টি। (সত্য/মিথ্যা নির্বাচন করো)
উত্তর : মিথ্যা
১০. পৃথিবীর আনুমানিক বয়স কত? (এক কথায় উত্তর দাও)
উত্তর : প্রায় 460 কোটি বছর।
১১. ছায়াপথের কেন্দ্র থেকে সূর্যের দূরত্ব প্রায় 1591 কোটি কিমি। (সত্য/মিথ্যা নির্বাচন করো)
উত্তর : মিথ্যা
১২. পৃথিবীর অভিকর্ষজ বলের মান কোন অঞ্চলে সবচেয়ে কম? (এক কথায় উত্তর দাও)
উত্তর : নিরক্ষীয় অঞ্জলে।
১৩. পৃথিবী একটি ______ গোলক। (শূন্যস্থান পূরন করো)
উত্তর : অভিগত
১৪. 2006 সালে কোন গ্রহকে বামন গ্রহ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে? (এক কথায় উত্তর দাও)
উত্তর : প্লুটোকে।
১৫. উত্তর গোলার্ধের যে-কোনো স্থান থেকে ______ তারাকে দেখা যায়। (শূন্যস্থান পূরন করো)
উত্তর : ধ্রুব
১৬. চাঁদের নিজস্ব কোনো আলো নেই। (সত্য/মিথ্যা নির্বাচন করো)
উত্তর : সত্য
১৭. পৃথিবীর সবচেয়ে নীচু স্থানের নাম কী? (এক কথায় উত্তর দাও)
উত্তর : মারিয়ানা খাত।
১৮. নক্ষত্রগুলির নিজস্ব আলো নেই। (সত্য/মিথ্যা নির্বাচন করো)
উত্তর : মিথ্যা
১৯. বস্তুর ওজন সবসময় মেরু অঞ্চলে কম হয়। (সত্য/মিথ্যা নির্বাচন করো)
উত্তর : মিথ্যা
২০. সূর্যের নিকটতম গ্রহ কোনটি? (এক কথায় উত্তর দাও)
উত্তর : বুধ।
২১. 1 স্টেডিয়া ______ মিটারের সমান। (শূন্যস্থান পূরন করো)
উত্তর : 185
২২. পৃথিবীর উত্তর ও দক্ষিণমেরু ______। (শূন্যস্থান পূরন করো)
উত্তর : সামান্য চাপা
২৩. GPS পদ্ধতির মাধ্যমে পৃথিবীর নিখুঁত আকার জানা গেছে। (সত্য/মিথ্যা নির্বাচন করো)
উত্তর : সত্য
২৪. সৌরজগতের কোন্ গ্রহকে ‘লাল গ্রহ’ বলা হয়? (এক কথায় উত্তর দাও)
উত্তর : মঙ্গলকে।
২৫. পৃথিবীর বিভিন্ন অক্ষরেখার ওপর অভিকর্ষজ টান একই রকম হয়। (সত্য/মিথ্যা নির্বাচন করো)
উত্তর : মিথ্যা
২৬. IAU-এর পুরোকথা কী? (এক কথায় উত্তর দাও)
উত্তর : International Astronomical Union ।
২৭. GPS ব্যবহারের ক্ষেত্রে কৃত্রিম উপগ্রহের মাধ্যমে তথ্য সংগ্রহ করে। (সত্য/মিথ্যা নির্বাচন করো)
উত্তর : সত্য
২৮. সূর্য ও তার চারিদিকে ঘূর্ণায়মান জ্যোতিষ্কদের একত্রে ______ বলে। (শূন্যস্থান পূরন করো)
উত্তর : সৌরজগৎ
২৯. সূর্যের সবচেয়ে কাছের গ্রহের নাম ______ । (শূন্যস্থান পূরন করো)
উত্তর : বুধ
৩০. ম্যাজেলান স্পেনের ______ শহর থেকে যাত্রা শুরু করেন। (শূন্যস্থান পূরন করো)
উত্তর : সেভিলে
৩১. সৌরজগতের গ্রহগুলির মধ্যে একমাত্র পৃথিবীতে মানুষের বিকাশ ঘটেছে। (সত্য/মিথ্যা নির্বাচন করো)
উত্তর : সত্য
৩২. এরাটোসথেনিসের মতে পৃথিবীর পরিধি কত? (এক কথায় উত্তর দাও)
উত্তর : 46,250 কিমি।
৩৩. পৃথিবী থেকে সূর্যের মধ্যে সর্বাধিক দূরত্ব কত? (এক কথায় উত্তর দাও)
উত্তর : 15 কোটি 20 লক্ষ কিমি।
৩৪. চাঁদের নিজস্ব কোনো আলো নেই। (সত্য/মিথ্যা নির্বাচন করো)
উত্তর : সত্য
৩৫. পৃথিবীর কক্ষপথের আকৃতি উপবৃত্তাকার। (সত্য/মিথ্যা নির্বাচন করো)
উত্তর : সত্য
সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন ও উত্তর
১ জিয়ড কাকে বলে?
উত্তর : গড়সমুদ্র তল বিশিষ্ট, গোলাকার সম অভিকর্ষজ পৃষ্টদেশ বিশিষ্ট পৃথিবিকে জিয়ড বলে।
২ সৌরজগতের অন্তর্ভাগ ও বহির্ভাগের গ্রহগুলির নাম কী কী?
উত্তর : সৌরজগতে অন্তর্ভাগে গ্রহগুলো হল- বুধ শুক্র পৃথিবী মঙ্গল। অপরদিকে বহির্ভাগের গ্রহ গুলো হল- বৃহস্পতি শনি ইউরেনাস নেপচুন।
৩ পৃথিবীর নিরক্ষীয় ও মেরুব্যাসের পার্থক্য কত?
উত্তর : পৃথিবীর নিরক্ষীয় ও মেরু ব্যাসের পার্থক্য হল 43 কিমি।
৪ দিগন্তরেখা কী?
উত্তর : কোনো ফাঁকা স্থানে দাঁড়ালে মনে হয় দূরে আকাশ নিচু হয়ে মাটিতে মিশেছে । যে কাল্পনিক রেখায় আকাশ মিশেছে মনে হয় তাকে দিগন্ত রেখা বলে।
৫ পৃথিবীর সর্বোচ্চ ও সর্বনিম্ন স্থান দুটি কী কী?
উত্তর : পৃথিবীর সর্বোচ্চ স্থান হল হিমালয় পর্বত এবং সর্বনিম্ন স্থানটি হল মারিয়ানা খাত।
সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্ন
১. এরাটোথেনিস কীভাবে পৃথিবীর পরিধি পরিমাপ করেছিলেন?
২. দিগন্তরেখাকে সবসময় গোলাকার মনে হয় কেন?
৩. সৌরজগতের অন্তর্ভাগের গ্রহ এবং বহির্ভাগের গ্রহগুলির পার্থক্য করো।
৪. কুলীনও বামন গ্রহের পার্থক্য করো।
৫ ‘পৃথিবীর আকৃতি অভিগত গোলকের ন্যায়’— প্রমাণ করো।
৬. ‘পৃথিবীতে প্রাণীর বসবাসের উপযোগী পরিবেশ আছে’— ব্যাখ্যা করো।
৭. GPS-এর উল্লেখযোগ্য তিনটি ব্যবহার লেখো।
ব্যাখ্যামূলক উত্তরভিত্তিক প্রশ্ন
১ পৃথিবীর গোলাকার আকৃতির স্বপক্ষে প্রমাণগুলি লেখো।
২ বেডফোর্ড লেভেল পরীক্ষা এবং দিগন্তরেখার বিস্তৃতি থেকে পৃথিবীর গোলীয় আকৃতির প্রমাণগুলি লেখো।
৩. এরাটোস্থেনিস কীভাবে পৃথিবীর পরিধি নির্ণয় করেন— ব্যাখ্যা করো।
৪. মানুষের আবাসস্থল রূপে পৃথিবীর গুরুত্ব আলোচনা করো।
৫. GPS-এর বিভিন্ন ব্যবহারগুলি উল্লেখ করো।
সংক্ষিপ্ত প্রশ্ন
১. GPS-এর ব্যবহার প্রথম কোথায় শুরু হয়েছিল?
২. GEOID কী?
৩. ম্যাজেলান কী ধরনের পরীক্ষার পর বুঝেছিলেন যে পৃথিবী গোলাকার?
৪. নক্ষত্র কী?
৫. GPS-এর ব্যবহার প্রথম কোথায় শুরু হয়েছিল?
৬. দিগন্তরেখা বলতে কী বোঝ?
৭. পৃথিবীকে নীল গ্রহ বলে কেন?
৮. GEOID কী?
৯. পৃথিবীর নিরক্ষীয় ব্যাস ও মেরু ব্যাস সমান নয় কেন?
১০. গ্রহ কী?
১১. সৌরজগৎ কী?
১২. GPS কী?
১৩. বামন গ্রহ কী?
১৪. GPS রিসিভার থেকে কী কী তথ্য পাওয়া যায়?
১৫. দিগন্তরেখা বলতে কী বোঝ?
১৬. পৃথিবীর নিরক্ষীয় ব্যাস ও মেরু ব্যাস সমান নয় কেন?
১৭. দিগন্তরেখা বলতে কী বোঝ?
১৮. কেন্দ্রাতিগ বলের প্রভাব কী?
১৯. পৃথিবীর নিরক্ষীয় ব্যাস ও মেরু ব্যাস সমান নয় কেন?
২০. জিওডেসি কী?
►► আরো দেখো: ভুগোল সকল অধ্যায়ের প্রশ্নের উত্তর
পশ্চিমবঙ্গের নবম শ্রেণির শিক্ষার্থীরা, এখানে আমরা শুধু প্রশ্নগুলো আলোচনা করেছি। তোমরা চাইলে পিডিএফ ফাইলে নবম শ্রেণীর ভূগোল প্রথম অধ্যায় প্রশ্ন উত্তর সহ ডাউনলোড করতে পারো। এজন্য ওপরে দেওয়া Answer Sheet বাটনে ক্লিক করো।
ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।