নবম শ্রেণীর জীবন বিজ্ঞান দ্বিতীয় অধ্যায় প্রশ্নের উত্তর : এক বা একাধিক কোশ দিয়ে গঠিত। প্রত্যেক সজীব কোশ প্রোটোপ্লাজম নামক এক প্রকার অর্ধতরল জেলির মতো সজীব পদার্থ দিয়ে গঠিত। জীবের সমস্তরকম জীবজ ক্রিয়াগুলো প্রোটোপ্লাজমের মধ্যে ঘটে।
ফলে প্রোটোপ্লাজম ব্যতীত জীবের জীবনের কোনো অস্তিত্ব থাকে না। কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, ফসফরাস ইত্যাদি মৌলের সংযোগে গঠিত হয় প্রোটোপ্লাজম। জীবদেহ নানারকমের অজৈব ও জৈব বস্তুর সময়ে গঠিত।
নবম শ্রেণীর জীবন বিজ্ঞান দ্বিতীয় অধ্যায় প্রশ্নের উত্তর
সঠিক উত্তরটি নির্বাচন করো
১. উদ্ভিদ কোশপ্রাচীরের মধ্য ল্যামেলা গঠন করে-
ক. ক্যালশিয়াম পেকটেট
খ. ম্যাগনেশিয়াম পেকটেট
গ. ক ও খ উভয়ই
ঘ. কোনোটিই নয়
উত্তর : গ. ক ও খ উভয়ই
২. প্রোটিন সংশ্লেষণ-এর জন্য দায়ী কোশীয় অঙ্গাণুটি হল –
ক. রাইবোজোম
খ. সেন্ট্রোজোম
গ. মাইটোকনড্রিয়া
ঘ. লাইসোজোম
উত্তর : ক. রাইবোজোম
৩. কোশপর্দায় উপস্থিত প্রধান লিপিডটি হল –
ক. ফসফোলিপিড
খ. সালফোলিপিড
গ. ফসফোপ্রোটিন
ঘ. মিউকোলিপিড
উত্তর : ক. ফসফোলিপিড
৪. নীচের কোনটি পরিহার্য ফ্যাটি অ্যাসিড –
ক. লিনোলেইক অ্যাসিড
খ. ট্রিফটোফ্যান
গ. লাইসিন
ঘ. সবকটি
উত্তর : ঘ. সবকটি
৫. DNA এবং RNA অণুতে উপস্থিত শর্করাগুলিতে কার্বন পরমাণুর সংখ্যা হল-
ক. 3-টি
খ. 4-টি
গ. 5-টি
ঘ. 6-টি
উত্তর : গ. 5-টি
৬. অস্থি ও দাঁত গঠনে সাহায্যকারী ভিটামিনটি হল-
ক. Vit-A
খ. Vit-B12
গ. Vit-D
ঘ. Vit-C
উত্তর : গ. Vit-D
৭. পিউরিন গঠনকারী নাইট্রোজেনযুক্ত ক্ষারগুলি হল-
ক. অ্যাডেনিন ও থাইমিন
খ. অ্যাডেনিন ও গুয়ানিন
গ. গুয়ানিন ও থাইমিন
ঘ. গুয়ানিন ও সাইটোসিন
উত্তর : খ. অ্যাডেনিন ও গুয়ানিন
৮. কোন কোশ অঙ্গাণুর অপর নাম লিপোকনড্রিয়া? –
ক. মাইটোকন্ড্রিয়া
খ. গলগি বস্তু
গ. ER
ঘ. লাইসোজোম
উত্তর : খ. গলগি বস্তু
৯. কোশপ্রাচীর গঠনকারী ফেনল সমৃদ্ধ যৌগ হল-
ক. লিগনিন
খ. কিউটিন
গ. সুবেরিন
ঘ. সবকটি
উত্তর : ক. লিগনিন
১০. কোন্ অ্যামাইনো অ্যাসিড গ্লাইকোকোলিক পিত্তঅম্ল গঠন করে?
ক. গ্লুটামিক অ্যাসিড
খ. গ্লাইসিন
গ. ভ্যালিন
ঘ. হিস্টিডিন
উত্তর : খ. গ্লাইসিন
১১. শর্করায় হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত –
ক. 3 : 1
খ. 2 : 1
গ. 1 : 1
ঘ. 4 : 1
উত্তর : খ. 2 : 1
১২. RER বেশি সংখ্যায় পাওয়া যায়-
ক. অন্তঃক্ষরা কোশে
খ. রড কোশে
গ. ফাইব্রোব্লাস্টে
ঘ. সবকটিতে
উত্তর : ক. অন্তঃক্ষরা কোশে
১৩. প্রতিটি কোশের আকৃতি কেমন হবে তা নির্ধারিত হয়-
ক. কোশগহ্বর দ্বারা
খ. ER দ্বারা
গ. অণুনালিকা দ্বারা
ঘ. কোশপর্দার দ্বারা
উত্তর : গ. অণুনালিকা দ্বারা
১৪. নীচের কোনটি অজৈব অ্যাসিড? –
ক. ম্যালিক অ্যাসিড
খ. ফসফোরিক অ্যাসিড
গ. ল্যাকটিক অ্যাসিড
ঘ. অ্যাসিটিক অ্যাসিড
উত্তর : খ. ফসফোরিক অ্যাসিড
১৫. ইউক্যারিওটিক কোশের সাইটোপ্লাজমীয় কঙ্কাল গঠনকারী অংশ হল-
ক. মাইক্রোটিউবিউল
খ. মাইক্রোফিলামেন্ট
গ. উভয়ই
ঘ. কোনোটিই নয়
উত্তর : ক. মাইক্রোটিউবিউল
১৬. লাইসোজোম সৃষ্টিতে সহায়ক কোশ-অঙ্গাণু হল-
ক. গলগি বস্তু
খ. ডিকটিওজোম
গ. SER
ঘ. সবকটি
উত্তর : ক. গলগি বস্তু
১৭. যে কোশ ক্ষরণকাজ করে তার সাইটোপ্লাজমে বেশি সংখ্যায় বর্তমান থাকে-
ক. ডিকটিওজোম
খ. ER
গ. লাইসোজোম
ঘ. অস্টিওজোম
উত্তর : ক. ডিকটিওজোম
১৮. লাইসোজোম সৃষ্টিতে সহায়ক কোশ-অঙ্গাণু হল-
ক. গলগি বস্তু
খ. ডিকটিওজোম
গ. SER
ঘ. সবকটি
উত্তর : ক. গলগি বস্তু
১৯. ফুল ও ফলের হলুদাভ-কমলা বর্ণের জন্য দায়ী হল –
ক. ক্লোরোপ্লাস্ট
খ. লিউকোপ্লাস্ট
গ. অ্যালিউরোণপ্লাস্ট
ঘ. ক্রোমোপ্লাস্ট
উত্তর : ক. ক্লোরোপ্লাস্ট
২০. নীচের কোনটি একক পর্দাবৃত কোশ-অঙ্গাণু? –
ক. ফুল
খ. পাতা
গ. মূলের অগ্রভাগ
ঘ. কোনোটিই নয়
উত্তর : গ. মূলের অগ্রভাগ
অতি সংক্ষিপ্ত প্রশ্ন
১. দুটি মাইক্রোমলিকিউলস-এর নাম লেখো। (এক কথায় উত্তর দাও)
উত্তর : সরল শর্করা (যথা—গ্লুকোজ), অ্যামাইনো অ্যাসিড (যথা—গ্লাইসিন) ।
২. জাইলেমে কেবলমাত্র ট্রাকিয়া হল সজীব উপাদান। (সত্য/মিথ্যা নির্বাচন করো)
উত্তর : মিথ্যা
৩. সাইটোপ্লাজমের ধাত্র হল হায়ালোপ্লাজম। (সত্য/মিথ্যা নির্বাচন করো)
উত্তর : সত্য
৪. মায়োসাইট কী? (এক কথায় উত্তর দাও)
উত্তর : পেশিকলা গঠনকারী পেশিকোশকে মায়োসাইট বলে।
৫. মিডিয়াস্টিনাম কী? (এক কথায় উত্তর দাও)
উত্তর : বক্ষগহ্বরের দুটি ফুসফুসের মধ্যবর্তী যে অঞ্চলে হৃৎপিণ্ড অবস্থিত, তাকে মিডিয়াস্টিনাম বলে।
৬. কোশপর্দা দ্বারা প্রাণীকোশের তরল খাদ্য গ্রহণের পদ্ধতির নাম কী? (এক কথায় উত্তর দাও)
উত্তর : পিনোসাইটোসিস।
৭. প্রাণীজ প্রথম শ্রেণির প্রোটিনের নাম লেখো। (এক কথায় উত্তর দাও)
উত্তর : মাছ, মাংস, ডিম, দুধ প্রভৃতি প্রাণীজ প্রথম শ্রেণির প্রোটিন
৮. _________ কে প্রাণীজ শ্বেতসার বলে। (শূন্যস্থান পূরন করো)
উত্তর : গ্লাইকোজেন
৯. অ্যামাইনো অ্যাসিড হল একটি অ্যাম্ফোটেরিক যৌগ। (সত্য/মিথ্যা নির্বাচন করো)
উত্তর : সত্য
১০. হিমোসায়ানিন গঠনকারী খনিজ মৌল কোনটি? (এক কথায় উত্তর দাও)
উত্তর : তামা।
১১. নিউক্লিক অ্যাসিড _________ মাধ্যমে জীবের বৈশিষ্ট্যের পরিবর্তন ঘটায়। (শূন্যস্থান পূরন করো)
উত্তর : মিউটেশনের
১২. কোশপ্রাচীরের মধ্যপর্দার গুরুত্বপূর্ণ উপাদান হল লিগনিন। (সত্য/মিথ্যা নির্বাচন করো)
উত্তর : মিথ্যা
১৩. লোহিত কণিকা কোন অঙ্গে ধ্বংসপ্রাপ্ত হয়? (এক কথায় উত্তর দাও)
উত্তর : প্লিহাকে।
১৪. রেসিডুয়াল বডি কী? (এক কথায় উত্তর দাও)
উত্তর : অপাচ্য পদার্থসহ লাইসোজোমকে লিপোফিউসিন গ্রানিউল বা রেসিডুয়াল বডি বলে।
১৫. ইনসুলিন হরমোন ক্ষরণকারী মানবদেহের অঙ্গটির নাম লেখো। (এক কথায় উত্তর দাও)
উত্তর : অগ্ন্যাশয়।
১৬. ভিটামিন H-এর রাসায়নিক নাম কী? (এক কথায় উত্তর দাও)
উত্তর : ভিটামিন B3-এর রাসায়নিক নাম বায়োটিন।
১৭. ভাজক কলায় কোশগুলির প্রাচীর_________হয়। (শূন্যস্থান পূরন করো)
উত্তর : পাতলা
১৮. ফ্লুয়িড মোজাইক মডেল প্রবর্তন কারা করেন? (এক কথায় উত্তর দাও)
উত্তর : সিঙ্গার ও নিকলসন কোশপর্দার ফ্লুয়িড মোজাইক মডেল প্রবর্তন করেন।
১৯. _________ কে প্রাণীজ শ্বেতসার বলে। (শূন্যস্থান পূরন করো)
উত্তর : গ্লাইকোজেন
২০. ইউক্যারিওটিক রাইবোজোমটি কোন্ প্রকারের? (এক কথায় উত্তর দাও)
উত্তর : 80S রাইবোজোম।
নবম শ্রেণীর জীবন বিজ্ঞান দ্বিতীয় অধ্যায় সংক্ষিপ্ত প্রশ্ন
১. অ্যামাইনো অ্যাসিড পুল কী?
২. বীট গরম করলে তা থেকে বিটাসায়ানিন রঞ্জক পদার্থ বার হয় কিন্তু গাজর ফোটালে তা থেকে ক্যারোটিন বার হয় না কেন?
৩. স্ফেরোজোম (Spherosome) কী?
৪. লিপিড কাকে বলে?
৫. ফ্যাটি অ্যাসিড কাকে বলে?
৬. কোথা থেকে DNA নামটির উৎপত্তি?
৭. DNA-এরদ্বিতন্ত্রী গঠন প্রথম কে বর্ণনা করেন?
৮. ম্যাক্রোএলিমেন্টস কাকে বলে?
৯. প্রো ভিটামিন এবং সিউডো ভিটামিনের মধ্যে পার্থক্য লেখো।
১০. প্রোটোপ্লাজমের প্রধান জৈব যৌগ কী কী?
১১. শুক্রাশয়ের দুটি কাজ লেখো।
১২. হেটারোপলিস্যাকারাইড বা হেটারোগ্লাইকান কী?
১৩. প্যারেনকাইমা ও ফ্লেরেনকাইমার পার্থক্য লেখো।
১৪. জিন কী?
১৫. প্রাণীকলা কত প্রকার ও কী কী?
১৬. ফ্যাট কাকে বলে?
১৭. প্রোটিনের সংজ্ঞা দাও।
১৮. প্রোটোপ্লাজমের প্রধান জৈব যৌগ কী কী?
১৯. অ্যান্টিভিটামিন কাকে বলে? উদাহরণ দাও।
২০. সরল স্থায়ী কলা ও জটিল স্থায়ী কলার পার্থক্য লেখো।
►► নবম শ্রেণী : জীবন বিজ্ঞান সকল অধ্যায়ের প্রশ্নের উত্তর
নবম শ্রেণির শিক্ষার্থীরা, এখানে অল্পকিছু প্রশ্ন দেওয়া হয়েছে। আমাদের পিডিএফ শীটে আরো একাধিক প্রশ্নের উত্তর তোমরা ডাউনলোড করতে পারবে। তাই উপরে দেওয়া Answer Sheet বাটনে ক্লিক করে নবম শ্রেণীর জীবন বিজ্ঞান দ্বিতীয় অধ্যায় প্রশ্নের উত্তর সংগ্রহ করে নাও।
ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।