নবম শ্রেণীর জীবন বিজ্ঞান : প্রথম অধ্যায় প্রশ্নের উত্তর (PDF)

নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রথম অধ্যায় প্রশ্নের উত্তর : পৃথিবীর সকল প্রকার সজীব বস্তুর উৎপত্তি, গঠন, প্রকৃতি, জীবন প্রক্রিয়া, পরিবেশের সঙ্গে পারস্পারিক নির্ভরশীলতা, স্থায়িত্ব, বংশবিস্তার প্রত্যেকের সঙ্গে জীবজগৎ ওতপ্রোতভাবে জড়িত। জীবদেহ বিভিন্ন জৈব ও অজৈব বস্তুর সমন্বয়ে গঠিত। কিন্তু গঠন ও কার্যগতভাবে জড় বস্তুসমূহের ঐক্যবদ্ধ ও বিশেষ এক ভৌত রাসায়নিক সাম্যাবস্থায় নতুন বৈশিষ্ট্যের বহিঃপ্রকাশ ঘটে, যা হল জীবন।

নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রথম অধ্যায় প্রশ্নের উত্তর

সঠিক উত্তরটি নির্বাচন করো

১. চক্ষু, ডানা ও পালক হালকা অস্থি কোন্ শ্রেণির মেরুদণ্ডী প্রাণীদের বৈশিষ্ট্য –
ক. রেপটিলিয়া
খ. অ্যাভিস
গ. ম্যামেলিয়া
ঘ. পিসিস
উত্তর : খ. অ্যাভিস

২. কোন্ উদ্ভিদগোষ্ঠীতে প্রথম সংবহন কলাতন্ত্রের আবির্ভাব ঘটে-
ক. শৈবাল বা অ্যালগি জাতীয় উদ্ভিদ
খ. টেরিডোফাইটা বা ফার্ন জাতীয় উদ্ভিদ
গ. ব্রায়োফাইটা বা মস জাতীয় উদ্ভিদ
ঘ. জিমনোস্পার্ম বা ব্যক্তবীজী উদ্ভিদ
উত্তর : খ. টেরিডোফাইটা বা ফার্ন জাতীয় উদ্ভিদ

৩. নীচের কোনটি একটি চোয়ালবিহীন প্রাণীর উদাহরণ? –
ক. ল্যামপ্রে
খ. হ্যাগফিশ
গ. ক ও খ উভয়ই
ঘ. কোনোটিই নয়
উত্তর : গ. ক ও খ উভয়ই

৪. ফ্লেমকোশের কাজ হল-
ক. রেচনে সাহায্য করা
খ. পরিপাকে সাহায্য করা
গ. সংবহনে সাহায্য করা
ঘ. শ্বসনে সাহায্য করা
উত্তর : ক. রেচনে সাহায্য করা

৫. কোন্ পর্বের প্রাণীদের রক্তপূর্ণ দেহগহ্বর বা হিমোসিলদেখা যায়? –
ক. আথ্রোপোডা বা সন্ধিপদী
খ. অ্যানিলিডা বা অঙ্গুরীমাল
গ. নিডেরিয়া
ঘ. টিনোফোরা
উত্তর : ক. আথ্রোপোডা বা সন্ধিপদী

৬. হিমোসিল (রক্তপূর্ণ দেহগহ্বর) দেখা যায়-
ক. আথ্রোপোডা পর্বে
খ. পরিফেরা পর্বে
গ. প্লাটিহেলমিনথিস পর্বে
ঘ. নিডেরিয়া পর্বে
উত্তর : ক. আথ্রোপোডা পর্বে

৭. প্রোবোসিস, কলার ও দেহকাণ্ড থাকে-
ক. হেমিকর্ডাটাতে
খ. কর্ডাটাতে
গ. ইউরোকর্ডাটাতে
ঘ. কোনোটিই নয়
উত্তর : ক. হেমিকর্ডাটাতে

৮. মানুষের বিজ্ঞানসম্মত নাম লেখার সঠিক পদ্ধতিটি হল –
ক. Homo Sapiens
খ. Homo Sapiens
গ. Homo sapiens
ঘ. Homo sapiens
উত্তর : খ. Homo Sapiens

৯. ব্যালানোগ্নসাস (Balanoglossus) নামক প্রাণীটি কোন্ পর্বের অন্তর্গত? –
ক. হেমিকর্ডাটা
খ. স্টোমোকর্ডাটা
গ. কর্ডাটা
ঘ. ক ও খ
উত্তর : ক. হেমিকর্ডাটা

১০. জীববৈচিত্র্য বা biodiversity কথাটি প্রথম ব্যবহার করেন-
ক. লিনিয়াস
খ. হ্যালডেন
গ. ওয়ালটার রোজেন
ঘ. ওপারিন
উত্তর : গ. ওয়ালটার রোজেন

১১. পৃথিবী সৃষ্টির সময় বায়ুমণ্ডলের কোন গ্যাসটি ছিল না? –
ক. অক্সিজেন
খ. হাইড্রোজেন সায়ানাইড
গ. অ্যামোনিয়া
ঘ. মিথেন
উত্তর : ক. অক্সিজেন

১২. পরিবেশের বিভিন্ন উদ্দীপনায় জীবের সাড়া দেওয়ার ক্ষমতাকে বলে-
ক. ছন্দবদ্ধতা
খ. পুষ্টি
গ. উত্তেজিতা
ঘ. বিপাক
উত্তর : গ. উত্তেজিতা

১৩. বায়োলজি ও ইলেকট্রনিক্সের সমন্বয়ে গঠিত বিজ্ঞানটি হল –
ক. সাইবারনেটিক্স
খ. বায়োনিক্স
গ. বায়োমেট্রি
ঘ. বায়োফিজিক্স
উত্তর : খ. বায়োনিক্স

১৪. নীচের কোনটি একটি চোয়ালবিহীন প্রাণীর উদাহরণ? –
ক. ল্যামপ্রে
খ. হ্যাগফিশ
গ. ক ও খ উভয়ই
ঘ. কোনোটিই নয়
উত্তর : গ. ক ও খ উভয়ই

১৫. সায়ানো ব্যাকটেরিয়া শ্রেণিবিন্যাসের কোন্ জগতের অন্তর্গত? –
ক. প্রোটিস্টা
খ. মোনেরা
গ. ফাংগি
ঘ. প্ল্যান্টি উওর
উত্তর : খ. মোনেরা

১৬. হায়ারার্কি শ্রেণিবিন্যাসের সর্বনিম্ন একক হল-
ক. বর্গ
খ. গোত্র
গ. পর্ব
ঘ. প্রজাতি
উত্তর : ঘ. প্রজাতি

১৭. প্রোটোসেল মডেল হিসেবে কোয়াসারভেট তত্ত্বের প্রবক্তা হলেন-
ক. সিডনি ফক্স
খ. ওপারিন
গ. হ্যালডেন
ঘ. স্ট্যানলে মিলার
উত্তর : খ. ওপারিন

নবম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রথম অধ্যায় প্রশ্ন উত্তর pdf

১৮. সিউডোসিলোম বা ছদ্ম দেহগহ্বর দেখা যায় কোন পর্বের প্রাণীদের?-
ক. প্ল্যাটিহেলমিনথিস
খ. অ্যাসকেলমিনথিস
গ. অ্যানিলিডা
ঘ. আথ্রোপোডা
উত্তর : খ. অ্যাসকেলমিনথিস

১৯. পৃথিবীর জীববৈচিত্র্য সৃষ্টির জন্য দায়ী বলে মনে করা হয়-
ক. মিউটেশন বা পরিব্যক্তিকে
খ. বিচ্ছিন্নতাকে
গ. প্রাকৃতিক নির্বাচনকে
ঘ. সবকটিকে
উত্তর : ঘ. সবকটিকে

২০. নীচের কোন গোষ্ঠীর উদ্ভিদরা সকলেই সমরেণুপ্রসূ? –
ক. জিমনোস্পার্ম
খ. টেরিডোফাইটা
গ. ব্রায়োফাইটা
ঘ. অ্যানজিওস্পার্ম
উত্তর : গ. ব্রায়োফাইটা

অতি সংক্ষিপ্ত প্রশ্ন

১. জলের সাহায্যে নিষেক ঘটে এমন উদ্ভিদগোষ্ঠীর নাম কী? (এক কথায় উত্তর দাও)
উত্তর : ব্রায়োফাইট বা মস্ জাতীয় উদ্ভিদ।

২. একটি বদ্ধসংবহনতন্ত্রযুক্ত অমেরুদণ্ডী প্রাণীর নাম লেখো। (এক কথায় উত্তর দাও)
উত্তর : কেঁচো (অ্যানিলিডা)।

৩. চোয়ালবিহীন প্রাণীর উদাহরণ কী? (এক কথায় উত্তর দাও)
উত্তর : অ্যাগনাথা বা সাইক্লোস্টোমাটা উপপর্বভুক্ত প্রাণী ল্যামপ্রে ও হ্যাগ-ফিস।

৪. লিনিয়ান হায়ারার্কি শ্রেণিবিন্যাসে দশটি স্তর আছে। (সত্য/মিথ্যা নির্বাচন করো)
উত্তর : মিথ্যা

৫. সাইকাস ও পাইনাস হল অ্যানজিওস্পার্ম জাতীয় উদ্ভিদ। (সত্য/মিথ্যা নির্বাচন করো)
উত্তর : মিথ্যা

৬. নস্টক, অ্যানাবিনা ও অসিলেটোরিয়া সায়ানোব্যাকটেরিয়ার অন্তর্গত। (সত্য/মিথ্যা নির্বাচন করো)
উত্তর : সত্য

৭. ক্ষণপদ, সিলিয়া ও ফ্ল্যাজেলা হল ______ অঙ্গ। (শূন্যস্থান পূরন করো)
উত্তর : গমন

৮. সেফালোকর্ডাটার অপর নাম হল আক্রেনিয়া। (সত্য/মিথ্যা নির্বাচন করো)
উত্তর : সত্য

৯. প্যারাপোডিয়া কোন্ প্রাণীর গমন অঙ্গ? (এক কথায় উত্তর দাও)
উত্তর : অ্যানিলিডা পর্বের প্রাণী নেরিস

১০. কাদের ক্ষেত্রে নোটোকর্ড মেরুদণ্ড দ্বারা প্রতিস্থাপিত হয়? (এক কথায় উত্তর দাও)
উত্তর : ভার্টিব্রাটা বা ক্রেনিয়েটা।

১১. একটি স্বাধীনজীবী চ্যাপটা কৃমির উদাহরণ দাও। (এক কথায় উত্তর দাও)
উত্তর : প্ল্যানেরিয়া (Planaria sp.)।

১২. কোন্ প্রকার মাছে পটকা থাকে না? (এক কথায় উত্তর দাও)
উত্তর : হাঙর (কনড্রিকথিস শ্রেণির অন্তর্গত)

১৩. চলন ও গমন উদ্ভিদের বৈশিষ্ট্য। (সত্য/মিথ্যা নির্বাচন করো)
উত্তর : মিথ্যা

১৪. পাঁচ রাজ্য শ্রেণিবিন্যাসের প্রবক্তা হলেন ______ । (শূন্যস্থান পূরন করো)
উত্তর : হুইটেকার

১৫. পরিবর্তিত পরিবেশে জীবের মানিয়ে নেওয়াকে ______বলে। (শূন্যস্থান পূরন করো)
উত্তর : অভিযোজন

১৬. পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে জীবের গোষ্ঠীভুক্ত করাকে______বলে। (শূন্যস্থান পূরন করো)
উত্তর : শ্রেণিবিন্যাস

১৭. “প্রোটিস্টা” নামক রাজ্যটি সৃষ্টি করেন হেকেল। (সত্য/মিথ্যা নির্বাচন করো)
উত্তর : সত্য

১৮. ছদ্মসিলোম বা সিউডোসিলোম দেখা যায় _______ পর্বে। (শূন্যস্থান পূরন করো)
উত্তর : অ্যাস্কেলমিনথিস

১৯. বিজ্ঞানের যে শাখায় অনাক্রম্যতা আলোচিত হয়, তা হল ইমিউনোলজি। (সত্য/মিথ্যা নির্বাচন করো)
উত্তর : সত্য

২০. মোলাস্কা পর্বভুক্ত প্রাণীদের আন্তরযন্ত্রগুলি যে পাতলা পেশিময় পর্দা দ্বারা আবৃত থাকে তাকে কী বলে? (এক কথায় উত্তর দাও)
উত্তর : ম্যান্টল বা প্যালিয়াম।

সংক্ষিপ্ত প্রশ্ন

১. মেড্রিপোরাইট বলতে কী বোঝ?
২. ব্রায়োফাইটাকে উভচর উদ্ভিদ’ বলে কেন?
৩. ট্যাক্সোনমিক ক্যাটেগরি সম্পর্কে তোমার ধারণা কী?
৪. প্যারাজোয়া কাদের বলে?
৫. ব্রায়োফাইটাকে উভচর উদ্ভিদ’ বলে কেন?

৬. অপুষ্পক উদ্ভিদ বা ক্রিপ্টোগ্যামস কাদের বলে?
৭. হাঙর ও রুইমাছের মুখছিদ্রের মধ্যে পার্থক্য কী?
৮. দুই রাজ্য ও তিন রাজ্য শ্রেণিবিন্যাসে রাজ্যগুলির নাম উল্লেখ করো।
৯. জীবন বা প্রাণ কী?
১০. সাইক্লোস্টোমাটা কাদের বলে?

১১. স্পার্মাটোফাইটা কাদের বলে?
১২. সারসিনেট ভারনেসান বলতে কী বোঝ?
১৩. জীবন বা প্রাণ কী?
১৪. র্যাডুলা কী?
১৫. ম্যান্টল বা প্যালিয়াম কী?

১৬. লিনিয়ান হায়ারার্কি সম্পর্কে তোমার ধারণা কী?
১৭. বিপাক কী?
১৮. ফ্রেমকোশ কী?
১৯. র্যাটিটি ও ক্যারোনেটি বলতে কী বোঝ?
২০. কোয়াসারভেট কী?

Answer Sheet


►► নবম শ্রেণী : জীবন বিজ্ঞান সকল অধ্যায়ের প্রশ্নের উত্তর


নবম শ্রেণির শিক্ষার্থীরা, এখানে অল্পকিছু প্রশ্ন দেওয়া হয়েছে। আমাদের পিডিএফ শীটে আরো একাধিক প্রশ্নের উত্তর তোমরা ডাউনলোড করতে পারবে। তাই উপরে দেওয়া Answer Sheet বাটনে ক্লিক করে নবম শ্রেণীর জীবন বিজ্ঞান ১ম অধ্যায় প্রশ্নের উত্তর সংগ্রহ করে নাও।

ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করো। শিক্ষার্থীরা অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।

Leave a Comment